শনিবার   ২৫ অক্টোবর ২০২৫   কার্তিক ১০ ১৪৩২   ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৫৪৭

জাবিদ আহসান সোহেল স্মৃতি ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ৩ মার্চ ২০২১  

গাজীপুরের টঙ্গীতে জাবিদ আহসান সোহেল স্মৃতি ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

গত রবিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় টঙ্গীর এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে শহিদ আহসান উল্লাহ মাষ্টার স্মৃতি ইসলামী গ্রন্থাগারের উদ্যোগে প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

শহীদ আহসান উল্লাহ মাস্টার ইসলামী গ্রন্থাগারের সভাপতি ও টঙ্গী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাজী ইলিয়াস হোসেন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রয় কমিটির সাধারন সম্পাদক মোঃ হাবিবুর রহমান,মহানগর আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মোঃ জাকির হোসেন খোকন, মহানগর যুবলীগের যুগ্ন আহবায়ক মোঃ সাইফুল ইসলাম, মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্মসাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, টঙ্গী থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক,স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর নুরুল ইসলাম নুরু,টঙ্গী পূর্ব থানা অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম,মহানগর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি হুমায়ুন কবির বাপ্পি,  যুবলীগ নেতা সোহেল রানা,যুবলীগ নেতা জাকির হোসেন প্রমূখ।

এছাড়াও উপস্থিত ছিলেন শহীদ আহসান উল্লাহ মাস্টার ইসলামী গ্রন্থাগারের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ শ্যামল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ কবির শাহা, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক ফিরোজ মোহাম্মদ প্রমূখ।

খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

এই বিভাগের আরো খবর