রোববার   ০৮ সেপ্টেম্বর ২০২৪   ভাদ্র ২৪ ১৪৩১   ০৪ রবিউল আউয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২৬০

চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গায় টিসিবি’র পণ্য কিনতে মানুষের ভিড়

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৩  

সাশ্রয়ী মূল্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য পেতে চাঁপাইনবাবগঞ্জ সদরে গ্রাহকদের ছিল শত শত মানুষের ভিড়। গতকাল জেলা সদরের চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদে টিসিবির ন্যায্য মূল্য পণ্য সংগ্রহ করেন সাধারণ ক্রেতারা।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় হিমসিম খেতে হচ্ছে সাধারণ মানুষের। প্রয়োজনীয় পণ্য কিনতে নানান সমস্যার সম্মুখীন হচ্ছে এখানকার সাধারণ মানুষের। এর থেকে কিছুটা হলেও রেহাই পেতে টিসিবির পণ্য কিনতে ভিড় জমাচ্ছে বিক্রয় কেন্দ্রে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, চরবাগডাঙ্গা ইউনিয়ন এলাকার মধ্যম ও নিম্ন আয়ের লোকজন লাইনে দাড়িয়ে টিসিবির ন্যায্য মূল্যর পণ্য ক্রয় করছেন। এতে পণ্য ক্রয়ের সময় ক্রেতা সাধারণের ভিড় ছিল চোখে পরার মত।
টিসিবির পন্য বিক্রির সময় উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা ও তদারকী কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান।
টিসিবির পন্য বিক্রির দায়িত্বে থাকা মো. মাসুদ রানা জানান- ‘আমরা চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের ভিতরে সকাল ৯টা থেকে বিকাল ৩টা থেকে এই পণ্য সামগ্রী বিক্রি করছি। আমরা আমাদের ট্রাক থেকে জনপ্রতি মশুরের ডাল সর্বোচ্চ ২ কেজি, সয়াবিন তেল ২ লিটার করে দিচ্ছি। অত্র এলাকায় দুইব্যাপী পণ্য বিক্রি কার্যক্রম চলবে।’

এই বিভাগের আরো খবর