ব্রেকিং:
এসএসসি পরীক্ষার ফল ১০ জুলাই

বুধবার   ০৯ জুলাই ২০২৫   আষাঢ় ২৫ ১৪৩২   ১৩ মুহররম ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৪৯১

আমি আগেরই সেই স্নেহাকে দেখি না কত যুগ হলো - রাকিবুজ্জামান শাদ

প্রকাশিত: ৩১ মার্চ ২০২১  

আমি আগেরই সেই স্নেহাকে দেখি না কত যুগ হলো
রাকিবুজ্জামান শাদ (কাঙাল শাদ)

আমি আগেরই সেই স্নেহা-কে দেখি না কত যুগ হলো, 
যে আমার পাগলামীতে দুষ্টামি মেশাতো।
মুখে না বলে কৌশলে বোঝাতো ভুল-ঠিক পার্থক্য,
যে এই অসভ্য, জংলী-কে ভদ্র-সভ্যের
মুখোশ পড়িয়ে নিয়ে যেতো জনসম্মুখে। 
যে মাতৃক্রোড়ে থাকা শিশু হয়ে বায়না করতো, 
মাঝে মাঝে করতো দস্যিপনা।
প্রভাত বেলা স্বহস্তে নাস্তা না খাওয়ালে করতো চরম অশান্তি,
"ভাত না খেয়ে লিখতে বসলে হাত ভেঙে ফেলবো" 
যে দিতো এমন হুমকি।
যে ইল্লত বেশে বাইরে বের হলে টেনে ঘরে এনে
স্বচ্ছ পোশাক পড়াতো পাল্টে ময়লা বসন।
এসবে বিরক্ত হলে যে বলতো,"যেদিন হারিয়ে যাবো
বহু দূরে বুঝবে তখন অভাগিনীর মর্ম।"
যে একমুহূর্তের বিরহে অশ্রু সিক্ত নয়নে
চেয়ে থাকতো আমার দিকে।
যে আমার অসুখে, উপোস থেকে পূজো দিতো স্রষ্টার নিকট।
যে ভবে শুধু ভালোবাসতো আমায়,
মন ও প্রাণে দিয়েছিল ঠাঁই।

আমি আগেরই সেই স্নেহাকে দেখি না কত যুগ হলো, 
যে বলেছিল, আমি কখনো তোমার নিদ্রাহীনতার কারণ হতে চাই না গো।
কোনোদিন এমন কিছু করবো না যাতে তুমি কষ্ট পাবে,
আঁখি জলে প্লাবিত হবে বেডশিট ও পিলোকভার....

এই বিভাগের আরো খবর