রোববার   ০২ নভেম্বর ২০২৫   কার্তিক ১৮ ১৪৩২   ১১ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৭৮

৮ বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা, ভূমিধস ও জলাবদ্ধতার আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ অক্টোবর ২০২৫  

বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের আট বিভাগে আগামী ৭২ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময়ে পাহাড়ি এলাকায় ভূমিধস এবং ঢাকা ও চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছে সংস্থাটি।

বুধবার (১ অক্টোবর) সকালে প্রকাশিত সতর্কবার্তায় জানানো হয়, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপের কারণে বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী তিন দিনে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ভারী (৪৪–৮৮ মিমি/২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (>৮৮ মিমি/২৪ ঘণ্টা) বৃষ্টি হতে পারে।

এতে বলা হয়, ভারী বৃষ্টির ফলে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে অতিবৃষ্টিজনিত কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ২০৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আজও রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এই বিভাগের আরো খবর