ব্রেকিং:
জাকসু নির্বাচনের মঞ্চেই নিভে গেল তরুণ শিক্ষিকার আলো শুক্রবার দুপুরের মধ্যে ফলাফল ঘোষণা সম্ভব: জাকসু নির্বাচন কমিশন

শনিবার   ১৩ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৯ ১৪৩২   ২০ রবিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৮০

৫ দিন বয়সের ইজহান দেখছে বাবার খেলা!

নিউজ ডেস্ক

প্রকাশিত: ৪ নভেম্বর ২০১৮  

বাবা শোয়েব মালিক পাকিস্তানের বিখ্যাত ক্রিকেটার, মা সানিয়া মির্জা ভারতের টেনিস তারকা। সদ্যজাত সন্তানের পাশে তো মায়ের থাকতেই হয়, সানিয়ার খেলা দেখার তাই এখনই সৌভাগ্য হবে না তাদের পুত্রের। তবে ৫ দিন বয়সী ইজহান ঠিকই দেখে ফেলেছেন বাবাকে খেলতে!

হ্যাঁ, সানিয়া মির্জা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথমবারের মতো একটি ছবি পোস্ট করেছেন তাদের ঘর আলো করে আসা সন্তানের। যে ছবিতে দেখা যাচ্ছে টিভিতে বাবা শোয়েব মালিকের খেলা দেখছে ইজহান।


শুক্রবার ছিল পাকিস্তান আর নিউজিল্যান্ডের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ। যে ম্যাচে ছিলেন দলের অপরিহার্য সদস্য শোয়েব মালিকও। তিনি যখন ব্যাটিং করেন, তখনকার একটি ছবিই ধারণ করেছেন সানিয়া। ছবিটি হাসপাতালে তোলা। পরে সেটি সামাজিক যোগাযোগমাধ্যম 'ইনস্টাগ্রাম'-এ পোস্ট করেন এই টেনিস তারকা।

ছেলে খেলা দেখেছে, তবে বাবা তেমন ভালো করতে পারেননি ওই ম্যাচে। দলের হয়ে মাত্র ১০ রান করেন মালিক। তবে তিনি বড় অবদান রাখতে না পারলেও পাকিস্তান কিন্তু ম্যাচটি বড় ব্যবধানেই জিতেছে। ফলে সতীর্থদের নিয়ে টি-টোয়েন্টি ফরমেটে টানা ১১তম সিরিজ জয়ের উৎসবে মাতেন মালিকও।

এই বিভাগের আরো খবর