মঙ্গলবার   ০৯ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৪ ১৪৩২   ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৮

লাকসামে গৃহবধূ ও স্বজনদের উপর দুই দফা সন্ত্রাসী হামলা আহত ৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২৫  

কুমিল্লার লাকসাম উপজেলার বাইনছাটিয়া গ্রামে দুই দফা সন্ত্রাসী হামলার ঘটনায় সহিদা বেগম (৪৬) নামে এক নারী বাদী হয়ে লাকসাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। হামলায় গুরুতর আহত হয়েছেন তিনজন।

অভিযোগে বলা হয়, বিবাদী সুমি আক্তার (৩০) স্বামীর মৃত্যুর পর অসামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। এ নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে সহিদা বেগম প্রতিবাদ জানালে তাদের মধ্যে বিরোধ তৈরি হয়।

এর জের ধরে গত ৩ সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে দুলালের দোকানের সামনে সহিদা বেগমকে মারধর করে সুমি আক্তার, আনোয়ার হোসেন মোস্তফা ও তাদের সহযোগীরা। দোকানদার দুলাল প্রতিবাদ করলে তাকেও মারধর করে এবং দোকান থেকে প্রায় ১৫ হাজার টাকার সিগারেট ও নগদ ২০ হাজার টাকা লুট করে। এসময় হামলাকারী আনোয়ার হোসেন মোস্তফা তার মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে মোটর সাইকেলটি লাকসাম থানায় হস্তান্তর করা হয়।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, থানায় অভিযোগ দায়ের করে ফেরার পথে একই দিন রাত ৯টার দিকে চাঁদপুর রেলগেইট এলাকায় পুনরায় হামলার শিকার হন বাদী ও তার স্বজনরা। সাহাপাড়ার মিঠু, কুন্দ্রা গ্রামের আবুবকর সুমন, আনোয়ার হোসেন মোস্তফার ছেলে ওমর, ভাগিনা সাব্বির,  ইসমাঈল, জামাল, ফয়সালসহ ২০/৩০ জন দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে সহিদা বেগম, দোকানদার দুলাল মিয়া (৫৫) ও জামাতা সবুজ (৪০) গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। আহতদের পরিবারের দাবি, হামলাকারীরা সংঘবদ্ধ ও প্রভাবশালী হওয়ায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ বিষয়ে লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা বলেন, “অভিযোগ তদন্তাধীন রয়েছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরো খবর