বৃহস্পতিবার   ২৫ ডিসেম্বর ২০২৫   পৌষ ১০ ১৪৩২   ০৫ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৫৬

গাজীপুরে র‌্যাব-১ এর বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তি গ্রে

রাহাত শেখ, গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৫  

সারা দেশে বেড়ে চলা সন্ত্রাস, ছিনতাই ও সশস্ত্র হামলার প্রেক্ষাপটে বিশেষ অভিযান চালাচ্ছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এরই অংশ হিসেবে গাজীপুর মহানগর পুলিশের সদর থানা এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-১।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রাজেন্দ্রপুর চৌরাস্তা সংলগ্ন হোটেল নিরিবিলির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। আটককৃতের নাম মোঃ আব্দুল ওয়াদুদ (৫০), সে লক্ষ্মীপুর জেলার বাসিন্দা। বর্তমানে গাজীপুর সদর থানার ছতর বাজার এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করছিল।

র‌্যাব জানায়, এ সময় তার কাছ থেকে একটি একনালা বন্দুক, একটি মোবাইল ফোন, একটি সিম কার্ড, একটি চামড়ার ব্যাগ ও নগদ ২ হাজার ৭৫০ টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের আরো খবর