বৃহস্পতিবার   ১১ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৬ ১৪৩২   ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৩

৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচন

মোসাদ্দেক রাফিও, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৫  

এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ১১ হাজার ৭৪৩। এর মধ্যে ছাত্রী ৫ হাজার ৭২৮ এবং ছাত্র ৬ হাজার ১৫ জন। কেন্দ্রীয় সংসদের ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৭ জন প্রার্থী। ভিপি পদে ৯ জন, সাধারণ সম্পাদক পদে ৮ জন, যুগ্ম সম্পাদক (নারী) পদে ৬ জন এবং যুগ্ম সম্পাদক (পুরুষ) পদে লড়ছেন ১০ জন প্রার্থী। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলে অনুষ্ঠিত হচ্ছে হল সংসদ নির্বাচনও।

প্রতিটি হলে থাকছে ভোটকেন্দ্র—যার মধ্যে ১১টি ছাত্রদের জন্য এবং ১০টি ছাত্রীদের জন্য। ২২৪টি বুথে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ নিশ্চিত করতে দায়িত্ব পালন করবেন ১৩৪ জন পোলিং অফিসার ও সহকারী। নির্বাচনী কমিশন জানিয়েছে, সব ভোটকেন্দ্র মনিটরিং রুম থেকে নজরদারিতে থাকবে। কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না ঘটে, সে জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

ইতিমধ্যেই ক্যাম্পাসে মোতায়েন করা হয়েছে ১২০০ পুলিশ সদস্য, সঙ্গে রয়েছে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীও। বিশ্ববিদ্যালয়ের ১২টি প্রবেশদ্বারে জোরদার করা হয়েছে নিরাপত্তা। ভোট শেষে ফলাফল গণনা হবে পুরাতন রেজিস্টার ভবনের সিনেট হলে। ছাত্রী ভোটকেন্দ্রে নারী সাংবাদিক পাঠানোর জন্য বিশেষ অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়েছিল ১৯৭১ সালের ১২ জানুয়ারি, মাত্র চারটি বিভাগ, ২১ জন শিক্ষক এবং ১৫০ জন শিক্ষার্থী নিয়ে। মুক্তিযুদ্ধ-পরবর্তী সময়ে, ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয় জাকসু। সেই বছরই অনুষ্ঠিত হয় প্রথম নির্বাচন। দীর্ঘ বিরতির পর আজ আবারও সেই নির্বাচনী উৎসবে মাততে যাচ্ছে জাহাঙ্গীরনগর।

এই বিভাগের আরো খবর