বুধবার   ১২ নভেম্বর ২০২৫   কার্তিক ২৭ ১৪৩২   ২১ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৫৬

হত্যা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী নুর দীর্ঘ ২৩ পর গ্রেফতার

RAB-14, সিপিএসসি

প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০২৩  

আসামী নুর মোহাম্মদ (৪৫) কে দীর্ঘ ২৩ পর গ্রেফতার করেছে RAB-14, সিপিএসসি

আসামী নুর মোহাম্মদ (৪৫) কে দীর্ঘ ২৩ পর গ্রেফতার করেছে RAB-14, সিপিএসসি

“ ঈশ্বরগঞ্জ থানার চাঞ্চল্যকর মোস্তফা হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী নুর মোহাম্মদ (৪৫) কে দীর্ঘ ২৩ পর গ্রেফতার করেছে RAB-14, সিপিএসসি, ময়মনসিংহ কর্তৃক গ্রেফতার” 
১। ‘‘বাংলাদেশ আমার অহংকার’ এই স্লোগানকে সামনে রেখে জন্ম হয় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর। প্রতিষ্ঠালগড়ব থেকে RAB বাংলাদেশের মানুষের কাছে আস্থা ও বিশ্বাসের প্রতীক। RAB  তার প্রতিষ্ঠালগড়ব থেকে জঙ্গি ও সন্ত্রাস, ধর্ষন, মাদক, অস্ত্র, অপহরণ, হত্যাসহ বিভিন্ন প্রকার অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে যা দেশের সর্বস্তরের জনসাধারন কর্তৃক ইতোমধ্যেই বিশেষভাবে প্রশংসিত হয়েছে। 
২। এরই ধারাবাহিকতায় অদ্য ০৫ ফেব্রুয়ারি ২০২৩খ্রি. তারিখ রাত অনুমান ০০.১৫ ঘটিকার সময় র‌্যাব-১৪, সিপিএসসি, টিটিসি, ময়মনসিংহ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১। ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী থানা এলাকা হতে ঈশ্বরগঞ্জ থানার চাঞ্চল্যকর মোস্তফা হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী নুর মোহাম্মদ (৪৫) পিতা- মৃত সামসুল হক, সাং-ফতেনগর (আউজহাটি), থানা-ঈশ্বরগঞ্জ, জেলা-ময়মনসিংহকে দীর্ঘ ২৩ বছর পর গ্রেফতার করতে সক্ষম হয়।
৩। উল্লেখ্য, ঈশ্বরগঞ্জ থানাধীন ফতেনগরে জমি নিয়ে বিরোধের জেরে গ্রেফতারকৃত আসামী নুর মোহাম্মদ সহ অন্যান্য আসামীরা তাদের চাচা মোস্তফা কামালকে গত ১১ অক্টোবর ১৯৯৯ খ্রি. তারিখে দিনে দুপুরে কুপিয়ে হত্যা করে। এ বিষয়ে ভিকটিমের পরিবার ঈশ্বরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে এই মামলায় সাক্ষ্য প্রমাণ শেষে বিজ্ঞ আদালত আসামী নুর মোহাম্মদ এবং আবুল কাশেমের বিরুদ্ধে দঃ বিঃ ৩০২/৩৪ ধারার অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত উক্ত মামলায় আসামী নুর মোহাম্মদ এবং আবুল কাশেমকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। ঘটনার পর হতে গ্রেফতারকৃত নুর মোহাম্মদ দীর্ঘ ২৩ (তেইশ) বছর যাবৎ দেশের বিভিন্ন জায়গায় নিজের পরিচয় গোপন করে গাঁ ঢাকা দিয়ে ছদ্মবেশে পালিয়ে ছিল। এছাড়া উক্ত মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত অপর আসামী মোঃ আবুল কাশেমকে গত ১৫ নভেম্বর ২২খ্রি. তারিখে RAB-14 , সিপিএসসি, টিটিসি, ময়মনসিংহ কর্তৃক গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ঈশ্বরগঞ্জ থানার মামলা নং- ১১(১০)৯৯ ধারা-৩০২/৩৪, প্রসেস, ২৬/১৭
গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

এই বিভাগের আরো খবর