শুক্রবার   ১৬ মে ২০২৫   জ্যৈষ্ঠ ১ ১৪৩২   ১৮ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৪১৮

সড়ক দুর্ঘটনায় মারা গেল অভিনেত্রী আশা

প্রকাশিত: ৫ জানুয়ারি ২০২১  

রাজধানীর মিরপুরের টেকনিক্যাল মোড় সড়ক থেকে উ'দ্ধার হওয়া লা'শটি টিভি অ'ভিনেত্রী আশা চৌধুরীর বলে নিশ্চিত হওয়া গেছে।

গতকাল সোমবার (৫ জানুয়ারী) দিনগত রাতে দেড়টার দিকে লা'শটি উ'দ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতা'লের ম'র্গে পাঠায় পু'লিশ।

পু'লিশের প্রাথমিক ধারণা, গাড়ির ধাক্কায় নি'হত হয়েছেন আশা। ময়নাত'দন্তের পর মৃ'ত্যুর সঠিক কারণ জানা যাবে। তবে তরুণ নাট্যনির্মাতা রুমান রুনি জানিয়েছেন, সড়ক দুর্ঘ'টনায় নি'হত হয়েছেন আশা।

আজ মঙ্গলবার (৫ জানুয়ারী) দুপুরে ফেসবুকে নিজের ওয়ালে রুনি লেখেন, আমা'র প্রিয় বন্ধুটা আর নেই। সড়ক দুর্ঘ'টনায় মা'রা গেছে।

নি'হতের পরিবারের বরাতে দারুসসালাম থা'নার এসআই সোহান আহমেদ বলেন, বাংলাদেশ ইউনিভা'র্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) আইন বিভাগের ছা'ত্রী ছিলেন আশা। লেখাপড়ার পাশাপাশি একটি বেসরকারি বায়িং হাউসেও চাকরি করতেন। এছাড়া ওই তরুণী অ'ভিনয় করতেন বলে তার পরিবার জানিয়েছে।

গতকাল সোমাবার রাত ১২.৪৫ পি.এম এর সময় ফেসবুকে অ'ভিনেত্রী আশা চৌধুরী শেষ স্ট্যাটাসে লিখেছেন, Happy Birthday Shahid Hasan Misha Sawdagar vaiya.

এসআই সোহান আহমেদ আরও বলেন, লা'শের সুরতহাল রিপোর্ট অনুযায়ী মনে হচ্ছে ওই তরুণী সড়ক দুর্ঘ'টনায় নি'হত হয়েছেন। ময়নাত'দন্তের পর মৃ'ত্যুর আসল কারণ জানা যাবে।

এই বিভাগের আরো খবর