বৃহস্পতিবার   ১৮ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৩ ১৪৩২   ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১২

সাবেক মন্ত্রীর বাংলাদেশি এজেন্ট আজিজ ও উৎপলকে গ্রেপ্তার করল দুদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৫  

সাবেক মন্ত্রীর বাংলাদেশি এজেন্ট আজিজ ও উৎপল গ্রেপ্তার

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের মামলায় গ্রেপ্তার হলেন আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের পরিবারের সহযোগী দুই কর্মকর্তা।

গ্রেপ্তারকৃতরা

দুদকের চট্টগ্রাম কার্যালয় জানিয়েছে, বুধবার রাতে নগরের ডবলমুরিং এলাকা থেকে গ্রেপ্তার করা হয়—

  • মো. আবদুল আজিজ : আরামিট পিএলসি’র এজিএম ও ইম্পেরিয়াল ট্রেডিংয়ের স্বত্বাধিকারী

  • উৎপল পাল : আরামিট পিএলসি’র এজিএম (অ্যাকাউন্টস)

আজিজ মামলার এজাহারভুক্ত আসামি, আর তদন্তে অপরাধে সম্পৃক্ততা পাওয়ায় উৎপলকেও গ্রেপ্তার করা হয়েছে।

দুদকের তথ্য

তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, উৎপল পাল বিদেশে জাবেদের সম্পদ তৈরির মূল দায়িত্বে ছিলেন। দুবাই ও যুক্তরাজ্যে অর্থপাচারের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। তার কাছ থেকে জব্দ করা দুটি ল্যাপটপ ও দুটি মোবাইল থেকে বিপুল তথ্য উদ্ধার হয়েছে, যা ফরেনসিক পরীক্ষার জন্য আদালতে অনুমতি চাওয়া হয়েছে।

অন্যদিকে, আজিজ আরামিট থাই অ্যালুমিনিয়ামে জাবেদ পরিবারের সম্পত্তি ক্রয়-বিক্রয় ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন।

মামলা পটভূমি

গত ২৪ জুলাই দুদকের উপপরিচালক মো. মশিউর রহমান চট্টগ্রাম জেলা কার্যালয়ে মামলা করেন। এতে সাবেক মন্ত্রী জাবেদ, তার স্ত্রী ও ভাইবোনসহ ৩১ জনকে আসামি করা হয়। মামলায় ইউসিবিএল ব্যাংক ও আরামিট গ্রুপের কর্মকর্তারাও অন্তর্ভুক্ত।

এই বিভাগের আরো খবর