বুধবার   ৩০ এপ্রিল ২০২৫   বৈশাখ ১৭ ১৪৩২   ০২ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৯১

সাকিবের দলে ডাক পেলেন হৃদয়

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৪  

বিশ্বব্যাপী জনপ্রিয়তা বাড়ছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টের। তারই ধারাবাহিকতাই টি-টেন লিগও জনপ্রিয়তার শীর্ষে। বিশেষ করে আবুধাবি টি-টেন লিগ। আর সেই লিগে প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন বাংলাদেশের ডানহাতি ব্যাটার তাওহিদ হৃদয়। তরুণ এই ক্রিকেটার মাঠ মাতাবেন বাংলা টাইগার্সের হয়ে। 

আর এই দলের অধিনায়কের দায়িত্বে রয়েছেন সাকিব আল হাসান। এ ছাড়া তারকা ক্রিকেটার রশিদ খানও রয়েছেন একই দলে। হৃদয়ের এটিই প্রথম কোনো টি-টেন টুর্নামেন্ট। গতকাল প্লেয়ার্স ড্রাফটের ১৮তম রাউন্ড থেকে তাকে দলে টানে বাংলা টাইগার্স। 

এর আগে বিপিএল ছাড়াও ২০২৩ সালে জাফনা কিংস এবং ২০২৪ সালে ডাম্বুলা সিক্সার্সের জার্সিতে খেলেছিলেন হৃদয়।

বাংলা টাইগার্স ইতোমধ্যে দলে নিয়েছে সাকিব আল হাসান, লিয়াম লিভিংস্টোন, রশিদ খান, ইফতিখার আহমেদ এবং দিনেশ কার্তিককে। গেল আসরের দল থেকে তারা রেখে দিয়েছে জশ লিটল, দাসুন শানাকা আর হযরতউল্লাহ জাজাইকে। 

এই বিভাগের আরো খবর