শুক্রবার   ২৬ ডিসেম্বর ২০২৫   পৌষ ১২ ১৪৩২   ০৬ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৪৮৯

সাংবাদিক এম এম খোকন মানবাধিকার কমিশনের বিশেষ প্রতিনিধি

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২১  

হবিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় দৈনিক তরুণ কণ্ঠ’র স্টাফ রিপোর্টার বিশিষ্ট মানবতাবাদী সাংবাদিক এস এম খোকন-কে বাংলাদেশ মানবাধিকার কমিশনে’র বিশেষ প্রতিনিধি হিসেবে অনুমোদন প্রদান করা হয়েছে। বাংলাদেশ মানবাধিকার কমিশন’র সেক্রেটারী জেনারেল ড.সাইফুল ইসলাম দিলদার স্বাক্ষরিত এক পত্রে এ অনুমোদন দেয়া হয়। বাংলাদেশ মানবাধিকার কমিশন সদর দপ্তর দেশের বিভিন্ন অঞ্চলের মানবাধিকার কর্মকান্ডএবং শাখা সমূহের কর্মকান্ড গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশ মানবাধিকার কমিশন ইন্টারন্যাশনাল কর্ম নির্দেশিকার পঞ্চম অধ্যায়ের ঙ(৪) ধারা মোতাবেক সাংবাদিক এস এম খোকনকে দায়িত্ব প্রদান করা হয়। বিহত্তর সিলেট বিভাগের সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, ও হবিগঞ্জ জেলাসহ সকল উপজেলা, পৌরসভা এবং ইউনিয়ন কমিটি গঠন ও পুনর্গঠন কার্যক্রম পরিচালনা করার দায়িত্ব প্রদান করা হয়েছে। দায়িত্ব পালনে সাংবাদিক ও মানবতাবাদী এস এম খোকন সকলের সহযোগিতাও দোয়া চেয়েছেন।

এই বিভাগের আরো খবর