মঙ্গলবার   ০৪ নভেম্বর ২০২৫   কার্তিক ১৯ ১৪৩২   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১১৭

সরকারি কর্মচারীদের জন্য টানা ৪ দিনের ছুটি মিলছে দুর্গাপূজায়

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৫  

২০২৫ সালের শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে সরকারি কর্মচারীরা পাচ্ছেন টানা ৪ দিনের ছুটি। ১ থেকে ৪ অক্টোবর পর্যন্ত চলবে এই ছুটি।

টানা ৪ দিনের ছুটি মিলছে সরকারি কর্মচারীদের

শারদীয় দুর্গাপূজার ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে সরকারি কর্মচারীরা টানা ৪ দিনের ছুটি পাচ্ছেন। আগামী ১ থেকে ৪ অক্টোবর পর্যন্ত এই ছুটি পাবেন তারা।

২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষ্যে ১ অক্টোবর (বুধবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। আর ২ অক্টোবর (বৃহস্পতিবার) দুর্গাপূজা উপলক্ষ্যে সাধারণ ছুটি থাকবে।

এরপরের দুদিন, ৩ ও ৪ অক্টোবর (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি পড়েছে। সব মিলিয়ে ১ থেকে ৪ অক্টোবর পর্যন্ত টানা ৪ দিনের ছুটি মিলবে সরকারি কর্মচারীদের।

উল্লেখ্য, সাধারণত সরকারি কর্মচারীদের ঈদে তিন দিন করে ও দুর্গাপূজায় একদিন ছুটি থাকে। তবে কোনো কোনো বছর নির্বাহী আদেশে তা বাড়ানো হয়েছিল।

২০২৫ সালের দুই ঈদ মিলিয়ে মোট ১১ দিন ছুটি এবং শারদীয় দুর্গাপূজার ছুটি দুই দিন অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। গত বছরের ১৭ অক্টোবর ছুটির তালিকা অনুমোদন করা হয়। সে অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি ছুটির তালিকা প্রণয়ন করে।

এই বিভাগের আরো খবর