শনিবার   ০১ নভেম্বর ২০২৫   কার্তিক ১৭ ১৪৩২   ১০ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৮

শ্রীপুরে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে বিএনপির গ্রাম্য বৈঠক

তরুণ কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১ নভেম্বর ২০২৫  

 এস এম দুর্জয়:আসুন আমরা ঐক্যবদ্ধ থাকি,শৃঙ্খলাবদ্ধ থাকি,এবং জনগণের সেবায় প্রতিশ্রুতিবদ্ধ থাকি এরই ধারাবাহিকতায়,

 

‎বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং ধানের শীষের ভোট বৃদ্ধির লক্ষ্যে(১ নভেম্বর)শনিবার বিকেলে শ্রীপুর পৌর ৬ নং ওয়ার্ডের উজিলাব মধ্যপাড়া গ্রাম এলাকায় গাজীপুর -৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মুহাম্মদ আক্তারুল আলম মাস্টারের নেতৃত্বে এই গ্রাম্য বৈঠক অনুষ্ঠিত হয়।

 

তেলিহাটি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আহমেদ আলী প্রধানের সভাপতিত্বে ও শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় গ্রাম্য বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও ওলামা দলের সভাপতি পীরজাদা আলহাজ্ব মাওলানা এস এম রুহুল আমীন।গাজীপুর ৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ আক্তারুল আলম মাস্টার বলেন,তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা গ্রাম্য বৈঠকের মাধ্যমে ঘরে ঘরে পৌঁছে দিতে কাজ করছি,এই দফাগুলো বাস্তবায়িত হলে বাংলাদেশ হবে জনগণের,প্রজন্মের ও সম্ভাবনার দেশ।তিনি আরো বলেন,নারীদের প্রতি শ্রদ্ধাবোধ গড়ে তোলার পাশাপাশি শিক্ষা,কর্মসংস্থান ও সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ বাড়াতে হলে স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে,দেশের জনগণ পরিবর্তন চায়,ন্যায়বিচার চায়,সমৃদ্ধি চায়—আর সেই লক্ষ্যেই বিএনপি জনগণের পাশে আছে এবং থাকবে।‎

 

ধানের শীষ জনগণের মুক্তির প্রতীক,পরিবর্তনের এই আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম পলাশ,তেলিহাটি ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মোশাররফ হোসেন,জেলা শ্রমিক দলের আহ্বায়ক সদস্য এস এম সুজন,উপজেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সাধারণ সম্পাদক অপু হোসেন মোল্লাহ,জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক মেহেদী হাসানসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয়  সাধারণ লোকজন গ্রাম্য বৈঠকে উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর