শ্রীপুরে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে বিএনপির গ্রাম্য বৈঠক
তরুণ কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত : ০৭:২১ পিএম, ১ নভেম্বর ২০২৫ শনিবার
এস এম দুর্জয়:আসুন আমরা ঐক্যবদ্ধ থাকি,শৃঙ্খলাবদ্ধ থাকি,এবং জনগণের সেবায় প্রতিশ্রুতিবদ্ধ থাকি এরই ধারাবাহিকতায়,
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং ধানের শীষের ভোট বৃদ্ধির লক্ষ্যে(১ নভেম্বর)শনিবার বিকেলে শ্রীপুর পৌর ৬ নং ওয়ার্ডের উজিলাব মধ্যপাড়া গ্রাম এলাকায় গাজীপুর -৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মুহাম্মদ আক্তারুল আলম মাস্টারের নেতৃত্বে এই গ্রাম্য বৈঠক অনুষ্ঠিত হয়।
তেলিহাটি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আহমেদ আলী প্রধানের সভাপতিত্বে ও শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় গ্রাম্য বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও ওলামা দলের সভাপতি পীরজাদা আলহাজ্ব মাওলানা এস এম রুহুল আমীন।গাজীপুর ৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ আক্তারুল আলম মাস্টার বলেন,তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা গ্রাম্য বৈঠকের মাধ্যমে ঘরে ঘরে পৌঁছে দিতে কাজ করছি,এই দফাগুলো বাস্তবায়িত হলে বাংলাদেশ হবে জনগণের,প্রজন্মের ও সম্ভাবনার দেশ।তিনি আরো বলেন,নারীদের প্রতি শ্রদ্ধাবোধ গড়ে তোলার পাশাপাশি শিক্ষা,কর্মসংস্থান ও সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ বাড়াতে হলে স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে,দেশের জনগণ পরিবর্তন চায়,ন্যায়বিচার চায়,সমৃদ্ধি চায়—আর সেই লক্ষ্যেই বিএনপি জনগণের পাশে আছে এবং থাকবে।
ধানের শীষ জনগণের মুক্তির প্রতীক,পরিবর্তনের এই আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম পলাশ,তেলিহাটি ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মোশাররফ হোসেন,জেলা শ্রমিক দলের আহ্বায়ক সদস্য এস এম সুজন,উপজেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সাধারণ সম্পাদক অপু হোসেন মোল্লাহ,জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক মেহেদী হাসানসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় সাধারণ লোকজন গ্রাম্য বৈঠকে উপস্থিত ছিলেন।
