রোববার   ০২ নভেম্বর ২০২৫   কার্তিক ১৮ ১৪৩২   ১১ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৩

শেষ মুহূর্তে মেসির গোলও থামাতে পারল না মায়ামি

মোঃ মাহাবুবুর রহমান রাব্বি

প্রকাশিত: ২ নভেম্বর ২০২৫  

লিওনেল মেসি আবারও জ্বলে উঠলেও ইন্টার মায়ামিকে জিততে পারেননি। এমএলএস কাপে ন্যাশভিলের মাঠে প্রথম লেগে পিছিয়ে থাকা মায়ামি দ্বিতীয় লেগেও ২-১ গোলে হেরে যায়। ফলে প্লে-অফের শেষ ফলাফলের জন্য সবকিছু নির্ধারিত হবে তৃতীয় ম্যাচে।

 

ম্যাচের শুরুতেই ন্যাশভিলের স্যাম সুরিজ পেনাল্টি থেকে গোল করেন। মায়ামি আক্রমণও সাজায়, লুইস সুয়ারেজ ও মেসির শট লক্ষ্যভ্রষ্ট হয়। তবে ৭৪ মিনিটে মেসি বাঁ পায়ের দারুণ শটে গোল করে দলকে সমতা আনার সুযোগ তৈরি করেন।

 

শেষ মুহূর্তের আক্রমণ এবং অতিরিক্ত সময়ের ফ্রি-কিকও কাজে আসে না। দ্বিতীয়ার্ধে ম্যাচ ২-১ ব্যবধানে শেষ হয়, ন্যাশভিল সিরিজে ১-১ সমতা ফিরিয়ে আনে।

 

এবার মায়ামির ভাগ্য নির্ধারিত হবে তৃতীয় এবং শেষ ম্যাচে। মেসির জাদু এখনো কার্যকর, তবে প্লে-অফে টিকে থাকতে হলে তাকে ন্যাশভিলের শক্তিশালী ডিফেন্সকে অতিক্রম করতে হবে।
 

 

 

এই বিভাগের আরো খবর