বৃহস্পতিবার   ০৮ মে ২০২৫   বৈশাখ ২৪ ১৪৩২   ১০ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২৩৯

শাকিব খানকে দেখতে না পেরে গৃহবধূর আত্মহত্যার চেষ্টা

শারমিন আক্তার, জামালপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২১  

ঢাকাই সিনেমার নাম্বার ওয়ান নায়ক শাকিব খানকে দেখতে না পেরে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার এক গৃহবধূ আত্মহত্যার চেষ্টা করেছেন। গেল ১১ অক্টোবর গুনারীতলা ইউনিয়নের বাকুরগ্রামের ইয়াসিনের স্ত্রী এমন ঘটনা ঘটিয়েছেন বলে খবর প্রকাশ হয়েছে জামালপুরের স্থানীয় একাধিক সংবাদমাধ্যমে। সেই প্রতিবেদনগুলোতে গৃহবধূর স্বামী ইয়াসিনের বরাত দিয়ে বলা হয়েছে, জামালপুরের মাদারগঞ্জ ও বগুড়া জেলার সারিয়াকান্দি সীমানার জামথল ঘাটে ‘গলুই’ সিনেমার শুট করছেন শাকিব খান। তাকে দেখতে ভিড় জমাচ্ছেন হাজারো মানুষ। একই বায়না ধরেন তার স্ত্রী। কিন্তু তিনি অসুস্থ থাকায় সেদিন নিয়ে যেতে না পারায় উভয়ের মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়। কিছুক্ষণ পর ওই গৃহবধূ ঘরের দরজা বন্ধ করে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা চালান। মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহবুবুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

এই বিভাগের আরো খবর