শনিবার   ১৫ নভেম্বর ২০২৫   কার্তিক ৩০ ১৪৩২   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৪২৮

শরীর জুড়োতে কোল্ড কফি

প্রকাশিত: ৫ মে ২০১৯  

ঠাণ্ডা কফি৷ এই গরমে শুধু তৃপ্তিই দেবে না, শরীর ঠাণ্ডাও করবে৷ গরমে তৃপ্তি দেবে এই কোল্ড কফিগুলো৷ কিন্তু শুধু কোল্ড কফি অনেকেরই ভাল না লাগতে পারে৷ তাই এবার কোল্ড কফির সঙ্গে মিশল স্বাদে তারতম্য আনা বেশ কিছু পদ৷
ডাবের জল দিয়ে কোল্ড কফি
দারুণ এর স্বাদ৷ ঘরে বসেই বানিয়ে ফেলতে পারেন এই ডাব কফি৷ ডাবের জলে প্রচুর ইলেক্ট্রোলাইট থাকে। তাই শরীরের জন্যও এটা উপকারী৷

রেসিপি
এক গ্লাস ডাবের জল
দুই টেবিল চামচ চিনি
আধ চা চামচ ইনস্ট্যান্ট কফি
উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে বরফ সহযোগে পরিবেশন করুন।

কফি লেমোনেড
সুইডেনের ঘরের পানীয় এই কফি লেমোনেড৷ এখন জনপ্রিয় ভারতেও৷ খুব সহজেই এই দুটো আলাদা জিনিস দিয়ে তৈরি করে ফেলা যায় কফি লেমোনেড৷

রেসিপি
তিন টেবিল চামচ চিনি
আধ টুকরো লেবু
এক চা চামচ ইনস্ট্যান্ট কফি
এক গ্লাস ঠাণ্ডা জল
এক গ্লাস জলে লেবুর রস মেশান। তার মধ্যে চিনি ও কফি যোগ করুন এবং ভালভাবে মেশান। এরপর বরফ সহ পরিবেশন করুন।
 
কফি লস্যি
রোজকার জীবনে লস্যি মাস্ট৷ আর তাতে যদি মেশে কফির ছোঁয়া৷ তবে তো কথাই নেই৷

রেসিপি
৫ টেবিল চামচ দই
আধ গ্লাস জল
আধ চা চামচ ইনস্ট্যান্ট কফি
উপাদানগুলো একসঙ্গে মিশিয়ে বরফ সহযোগে পরিবেশন করুন।

আমন্ড কফি
যাদের দুধ সহ্য হয় না তারা এই কফির স্বাদ নিতে পারেন৷

রেসিপি
২/৩ ভাগ আমন্ড বা নারকেল দুধ
দুই টেবিল চামচ চিনি
১ চা চামচ ইনস্ট্যান্ট কফি
১/৪ গ্লাস জল

উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে বরফ সহযোগে পরিবেশন করুন।

এই বিভাগের আরো খবর