রোববার   ২১ ডিসেম্বর ২০২৫   পৌষ ৭ ১৪৩২   ০১ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৪১৯

শরীয়তপুরে আলোচিত পিপি হত্যা মামলায় ৬ জনের ফাঁসির আদেশ

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশিত: ২১ মার্চ ২০২১  

শরীয়তপুরের আলোচিত পিপি হত্যা মামলায় ৬ জনের ফাঁসির আদেশ দিয়েছেন শরীয়তপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ। ২০০১ খিষ্টাব্দে নিজ বাসভবনে পিপি মোহাম্মদ হাবিবুর রহমান ও তার ভাই মনির মুন্সি কে গুলি করে হত্যা করে আসামিরা। দীর্ঘ উনিশ বছর পর আজ রবিবার ২১ মার্চ অতিরিক্ত জেলা ও দায়রা জজ শওকত হোসেন ছয় আসামির ফাঁসির রায় ঘোষণা করেন। সকাল সাড়ে এগারোটায় রায় পড়া শুরু করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ শওকত হোসেন। পর্যায়ক্রমে বিকেল ৪ টা পর্যন্ত রায় পাঠ  করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ। অতঃপর তিনি শাহিন কোতোয়ালি, শফিক কোতোয়াল, শহীদ কোতোয়াল, শহীদ তালুকদার,সোলায়মান ও মজিবর তালুকদার কে ফাঁসির আদেশ দেন। বাবু বাবু তালুকদার, বাবুল খান, ডাবলু তালুকদার ও টোকাই রশিদ কে যাবজ্জীবন কারাদণ্ড এবং জাকির হোসেন তালুকদার,তালুকদারকে দুই বছর মেয়াদী সাজা প্রদান করেন। এ সময় আদালত চত্বরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। বাদী মোঃ পারভেজ রহমান বলেন আমরা আদালতের রায়ে সন্তুষ্ট। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আছি।

বাদীপক্ষের আইনজীবী পিপি এডভোকেট মোঃ মির্জা হযরত আলী বলেন আমরা ন্যায়বিচার পেয়েছি।আসামিপক্ষের আইনজীবী এডভোকেট মোঃ মাসুদুর রহমান বলেন আমরা ন্যায়বিচার পাইনি। আমরা উচ্চ আদালতে যাব। এই রায়ে শরীয়তপুর বাসির  মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়।

এই বিভাগের আরো খবর