রোববার   ০৪ মে ২০২৫   বৈশাখ ২০ ১৪৩২   ০৬ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৩৩

‘লোক ঠকানো’ ব্যবসায় যোগ দিয়েছেন অভিনেতা মোহনলাল

নিজস্ব প্রতিবেদক  

প্রকাশিত: ১৫ মে ২০২২  

অর্থ আত্মসাতের ঘটনায় নাম জড়িয়েছে দক্ষিণী অভিনেতা মোহনলাল বিশ্বনাথনের। অনুমান করা হয়, প্রত্নবস্তুর কারবারিতে জড়িত এক ব্যক্তির সঙ্গে ওঠাবসা ছিল মোহনলালের। এদিকে আগামী সপ্তাহে কোচির অফিসে হাজিরা দিতে তাকে তলব করেছে ইডি।

এছাড়া গত বছর সেপ্টেম্বরের দিকে মনসন মাভুঙ্কাল নামে এক ঠগ প্রত্নবস্তু-ব্যবসায়ীকে গ্রেফতার করেছিল কেরালা পুলিশ। জানা যায়, অভিযোগ, সাধারণ মানুষকে ঠকিয়ে, জাল প্রত্নবস্তু বেচে কোটি কোটি টাকা আয় করেছেন তিনি। সঙ্গে ইউটিউবার হিসেবেও পরিচিতি ছিল তার। গোপন সূত্রে খবর পেয়ে ৫২ বছর বয়সী মনসনকে হেফাজতে নেয় পুলিশ। তবে এর মধ্যে মোহনলাল কীভাবে জড়ালেন?


এদিকে জানা যায়, মনসনের কেরালার বাসভবনে দেখা গিয়েছিল অভিনেতাকে। যদিও সেই সাক্ষাতের কারণ অজানা। এছাড়াও কেরলা পুলিশ দাবি করেছে, সে রাজ্যের বাসিন্দা মাভুঙ্কল বেশ কয়েক বছর ধরেই প্রত্নবস্তুর সংগ্রাহক সেজে তার জাল কারবার চালাচ্ছিলেন। 

টিপু সুলতানের সিংহাসন থেকে শুরু করে মোজেসের দণ্ড, আওরঙ্গজেবের আংটি, ছত্রপতি শিবাজির ভগবদ্গীতার অনুলিপি, সেন্ট অ্যান্টনির আঙুলের নখসহ যা কিছু আছে, সবই নাকি ছিল তার কাছে! যদিও সে সবই ভুল তথ্য বলে জানা যায় পরে। পরবর্তীতে পুলিশ তার আসল চেহারা প্রকাশ্যে এনেছিল। আর মোহনলালের নাম জড়িয়ে পড়ে এসবের সঙ্গে। 

এই বিভাগের আরো খবর