মঙ্গলবার   ২১ অক্টোবর ২০২৫   কার্তিক ৫ ১৪৩২   ২৮ রবিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৪৩

রাগে পুরস্কারের চেক ছুঁড়ে ফেললেন পাকিস্তান অধিনায়ক সালমান আলি

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৫  

ভারতের বিপক্ষে এশিয়া কাপ ফাইনালে হারের পর তীব্র ক্ষোভে রানার্স-আপের পুরস্কার চেক মাটিতে ছুঁড়ে ফেলেছেন পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা।

রবিবারের ফাইনালে ভারতের সামনে লক্ষ্য ছিল ১৪৭ রান। তিলক বার্মার অপরাজিত ৬৯ রানে ভর করে দুই বল হাতে রেখে ৫ উইকেটে জয়ের বন্দরে পৌঁছে যায় সূর্যকুমার যাদবের দল। সাঞ্জু স্যামসন (২৪) ও শিবাম দুবে (৩৩) গুরুত্বপূর্ণ অবদান রাখেন। এটি চলতি টুর্নামেন্টে ভারতের বিপক্ষে পাকিস্তানের টানা তৃতীয় হার।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রতিনিধি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছ থেকে রানার্স-আপের চেক নেন সালমান। তবে গ্রহণ করার পরপরই সেটি মাটিতে ছুঁড়ে ফেলেন তিনি। এ দৃশ্য দেখে হতবাক হন উপস্থিত অতিথিরা। মুহূর্তটি সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল সমালোচনার জন্ম দিয়েছে।

সংবাদ সম্মেলনে সালমান বলেন, “এই পরাজয় হজম করা কঠিন। আমাদের ব্যাটিং একদমই ভালো হয়নি, ইনিংসের শেষ দিকে রান তুলতে পারিনি। বোলাররা অসাধারণ করেছে, কিন্তু ব্যাটাররা—আমিসহ—প্রত্যাশিত পারফরম্যান্স দিতে পারিনি।”

তবে ভবিষ্যতের জন্য আশাবাদী পাকিস্তান অধিনায়ক যোগ করেন, “আমরা শিগগিরই ব্যাটিং সমস্যার সমাধান করব। শেষদিকে যখন ভারতের প্রয়োজন ছিল ৬ ওভারে ৬৩ রান, তখনও মনে হচ্ছিল ম্যাচটা আমাদের। কিন্তু ভারতের ব্যাটাররা দুর্দান্ত খেলেছে। আমি দলের প্রতি গর্বিত, আমরা আরও শক্তিশালী হয়ে ফিরব।”

এই বিভাগের আরো খবর