শুক্রবার   ১৬ মে ২০২৫   জ্যৈষ্ঠ ১ ১৪৩২   ১৮ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৪০১

‘মুখোশ’র জন্য বইমেলায় পরীমনি

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২১ মার্চ ২০২১  

অমর একুশে বইমেলায় বেশ ক’বারই গিয়েছেন চিত্রনায়িকা পরীমনি। বই কেনার পাশাপাশি ঘুরে বেড়িয়েছেন মেলায়। তবে এবার বইমেলায় তার যাওয়াটা হবে বিভিন্ন এক কারণে। আর তা হচ্ছে ‘মুখোশ’ ছবির জন্য। আগামী ৩০ মার্চ সন্ধ্যার পর বইমেলায় এর শুটিংয়ে অংশ নেবেন পরী।

ছবির নির্মাতা ইফতেখার শুভ বলেন, ‘৩০ মার্চ সন্ধ্যা পর্যন্ত এফডিসিতে শুটিং করবো। এরপর পুরো ইউনিট নিয়ে চলে যাব মেলায়। এ বিষয়ে আমরা সকল প্রস্তুতি ও অনুমতি নিয়ে রেখেছি। জানি, এমন পরিবেশে কাজ করাটা কঠিন। মেলায় আগত পাঠক ও প্রকাশকদের হয়তো খানিক সমস্যা হবে। কিন্তু সিনেমার কয়েকটি ভালো দৃশ্যের জন্য আমাদের এটুকু ছাড় দিতে হবে।’

তিনি আরও জানান, এদিন পরীমনির পাশাপাশি মেলা প্রাঙ্গণে আরও থাকবেন মোশাররফ করিম, রোশান, তারেক স্বপন ও প্রাণ রায়। যারা প্রত্যেকেই ‘মুখোশ’ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন।

পরী বলেন, ‘বরাবরই বইমেলা আমাকে খুব টানে। শেষবার গিয়েছিলাম ২০১৫ সালে। প্রতিবার যেতে চাই, কিন্তু নানা ব্যস্ততার কারণে যাওয়া হয়ে ওঠে না। তবে এটা কখনো ভাবিনি, সিনেমার শুটিংয়ের জন্য মেলায় যাব। এটা ভাবলেই আমি রোমাঞ্চিত হই।’ 

তিনি আরও বলেন, ‘নির্মাতা চাইলে এফডিসিতে সেট বানিয়ে শুটিং করতে পারতো। তাতে ঝামেলা, খরচ, রিস্ক সবই সম্ভবত কম হতো। কিন্তু নির্মাতা চাইছেন, সিনেমায় বাস্তবটা দেখাতে। তাই বইমেলাতেই শুটিং। তার এই চেষ্টাকে আমরা সাধুবাদ জানাই।’

২০১৯-২০ অর্থবছরের সরকারি অনুদানের ছবি ‘মুখোশ’ পরিচালনার পাশাপাশি এটি প্রযোজনাও করছেন ইফতেখার শুভ।

নির্মাতা জানান, মেলার পর আগামী ৩ এপ্রিল ছবির শুটিং হবে বিএফডিসিতে। মূলত সেখানেই ছবির মূল শুটিং শেষ হচ্ছে। এরপর রোজার ঈদের পর গানের শুটিং করা হবে। আর কোরবানির ঈদে ‘মুখোশ’ মুক্তি দেওয়া হবে।

এই বিভাগের আরো খবর