শুক্রবার   ০৩ অক্টোবর ২০২৫   আশ্বিন ১৮ ১৪৩২   ১০ রবিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho

মারুফার আগুনঝরা বোলিং, মুগ্ধ মালিঙ্গা বললেন, ‘নিখাদ স্কিল’

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৫  

নারী ওয়ানডে বিশ্বকাপের প্রথম ম্যাচেই আলোচনার কেন্দ্রে চলে এসেছেন মারুফা আক্তার। পাকিস্তানের বিপক্ষে দারুণ সূচনা করেছেন বাংলাদেশি এই পেসার। ইনসুইংয়ে ভর করে সাজঘরে পাঠিয়েছেন পাকিস্তানের দুই ওপেনারকে। ম্যাচ শেষে তিনিই হয়েছেন সেরা খেলোয়াড়।


পাকিস্তানের ব্যাটিংয়ের বড় ভরসা ছিলেন সিদরাহ আমিন। আগের চার ইনিংসে দুটি সেঞ্চুরি আর একটি ফিফটিতে গড় দাঁড়িয়েছিল অবিশ্বাস্য ৩৩০। অথচ রানের খাতা খোলার আগেই নিখুঁত ইনসুইঙ্গারে তার স্টাম্প উড়িয়ে দেন মারুফা। এর আগে একই কায়দায় ফিরিয়েছিলেন ওমাইমা সোহেলকে।


সেই দুই আঘাতেই ভেঙে পড়ে পাকিস্তানের টপ অর্ডার। যদিও এরপর আর কোনো উইকেট পাননি মারুফা, কিন্তু ধারাবাহিক লাইন-লেংথে চাপে রেখেছেন প্রতিপক্ষকে। শেষ পর্যন্ত বাংলাদেশ পেয়েছে দারুণ এক জয়, আর ম্যাচসেরার পুরস্কার উঠেছে তরুণ পেসারের হাতে।

তার বোলিং মুগ্ধ করেছে শ্রীলঙ্কার কিংবদন্তি লাসিথ মালিঙ্গাকেও।


বিশেষ করে সিদরাহ আমিনকে ফেরানোর ডেলিভারিটি এতটাই পছন্দ হয়েছে তার যে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘নিখাদ স্কিল যাকে বলে! দারুণ নিয়ন্ত্রণ। এখন পর্যন্ত বিশ্বকাপের সেরা ডেলিভারি।’
মালিঙ্গার এই প্রশংসা চোখে পড়েছে মারুফারও। কিছুক্ষণ পরই তিনি মন্তব্য করেছেন, ‘আপনাকে অনেক ধন্যবাদ, কিংবদন্তি!’

বাংলাদেশের পরবর্তী চ্যালেঞ্জ ইংল্যান্ড। আগামী ৭ অক্টোবর গোহাটিতে মুখোমুখি হবে দুই দল।

এই বিভাগের আরো খবর