বৃহস্পতিবার   ১১ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৬ ১৪৩২   ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৪৬

মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে: আলী রীয়াজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ জুলাই ২০২৫  

চলমান সংলাপে প্রত্যাশিত অগ্রগতি না হলেও জাতীয় ঐকমত্যের লক্ষ্যে আলোচনা ফলপ্রসূ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন, মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে।

প্রতিদিন হয়তো অর্জন করছি না, তবে আমরা আশাবাদী এক জায়গায় পৌঁছাতে পারবো।
বুধবার (২ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের সপ্তম দিনের সংলাপের সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় সবার ঐকমত্যের ভিত্তিতে চলতি মাসের মাঝামাঝিতেই জাতীয় সনদ তৈরি করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি।

আলী রীয়াজ বলেন, রাজনৈতিক দলগুলোর দলীয় অবস্থানের কারণে প্রতিদিনের আলোচনায় অর্জন না হলেও এক জায়গায় পৌঁছাতে আশাবাদী কমিশন।

সকাল ১১টায় ‘জুলাই গণঅভ্যুত্থান’-এ শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে বৈঠক শুরু হয়। এতে বিএনপি, জামায়াতে ইসলামি, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন।

আজকের সংলাপে আলোচ্য সূচির মধ্যে রয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের পদ্ধতি। পাশাপাশি, পূর্ববর্তী বৈঠকগুলোর আলোচনাধীন ও অমীমাংসিত বিষয়গুলো নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।

এই বিভাগের আরো খবর