রোববার   ১১ মে ২০২৫   বৈশাখ ২৮ ১৪৩২   ১৩ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৯৩

মানি লন্ডারিং মামলায় জ্যাকলিনকে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ

প্রকাশিত: ৩১ আগস্ট ২০২১  


শ্রীলঙ্কান সুন্দরী জ্যাকলিন ফার্নান্দেজ। বলিউডে এসে নাম ও অর্থ দুই-ই কামিয়েছেন। তিনি এখন ভারতেরই বাসিন্দা। নিয়মিত কাজ করছেন অভিনয়ে। সিনেমায় খুব একটা শক্ত অবস্থান করতে পারেননি। তবে মডেলিং ও মিউজিক ভিডিও দিয়ে বাজিমাত করেছেন।
সেই জ্যাকলিনকে তলব করেছে ভারতের দ্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। এটি দেশটির অর্থ মন্ত্রণালয়ের তদন্ত বিভাগ
বলিউড হাঙ্গামা জানাচ্ছে, আর্থিক তছরুপের অভিযোগ রয়েছে নায়িকার বিরুদ্ধে। তাই কিছু তথ্য জানতে গেল সোমবার (৩০ আগস্ট) তাকে দীর্ঘ ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়।
কয়েক দিন আগেই জ্যাকলিনের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগ তোলে ইডি। এরপর তাকে ডেকে পাঠায়। সেই ডাকে সাড়াও দেন জ্যাকলিন। হাজির হন দিল্লির ইডি কার্যালয়ে। সেখানে বেশ স্বাভাবিকভাবেই সব প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি।
বলিউড হাঙ্গামাসহ ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট অনুসারে জ্যাকলিনের ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক লেনদেনে অসঙ্গতি পাওয়া গেছে। সে কারণেই তাকে তলব করা হয়েছে।
এ তালিকায় আরও আছেন অভিনেত্রী ইয়ামি গৌতমসহ কয়েকজন অভিনেত্রী। তাদেরও সমন পাঠিয়েছে ইডি।
এদিকে জ্যাকলিন অভিনীত ‘ভূত পুলিশ’ সিনেমাটি রয়েছে মুক্তির অপেক্ষায়। এখানে তার সঙ্গে অভিনয় করেছেন সাইফ আলী খান, ইয়ামি গৌতম ও অর্জুন কাপুর।
সিনেমাটি আগামী ১৭ সেপ্টেম্বর মুক্তি পাবে।

এই বিভাগের আরো খবর