রোববার   ১১ জানুয়ারি ২০২৬   পৌষ ২৮ ১৪৩২   ২২ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৬০৩

মাদারগঞ্জের ৩১৫ জন হতদরিদ্রদের মাঝে গরু বিতরন

শারমিন আক্তার

প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০২০  

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চর পাকেরদহ ইউনিয়নের ৩১৫ জন হতদরিদ্রের মাঝে ৪০ হাজার টাকা মূল্যের একটি করে বকনা গরু বিতরণ করা হয়েছে। কুড়িগ্রাম ও জামালপুর জেলার হতদরিদ্র ও প্রান্তিক জনগোষ্টির জীবনমান উন্নয়ন ও দারিদ্র বিমোচনের লক্ষ্যে পল্লী উন্নয়ন একাডেমি বগুড়ার ‘কাজ’ প্রকল্পের উদ্যোগে এসব গুরু বিতরণ করা হয়।

মাদারগঞ্জ মিনি স্টেডিয়াম মাঠে ৩ ডিসেম্বর বিকেলে গরু বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘের ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) বিশেষ দূত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব জনাব মোঃ রেজাউল আহসান, জামালপুরের জেলা প্রশাসক জনাব মোহাম্মদ এনামুল হক, মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ ওবায়দুর রহমান বেলাল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব খলিল আহমেদ,মহা পরিচালক (অতিরিক্ত সচিব),পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া। জনাব আবুল মনসুর, উপজেলা নির্বাহী অফিসার, মাদারগঞ্জ এর সার্বিক ব্যবস্থাপনায় এবং ডাঃ মোঃ রিয়াজুল ইসলাম, প্রকল্প সংযুক্ত কর্মকর্তা   এর  সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক ড. মোঃ নুরুল আমিন,উপ প্রকল্প পরিচালক ড. শেখ মেহদী মোহাম্মদ,সচিবের একান্ত সচিব জনাব মোঃ আনোয়ার হোসাইন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ও গরু ক্রয় কমিটির সদস্য সচিব ডাঃ মোঃ হাবিবুর রহমান, প্রকল্প সংযুক্ত কর্মকর্তা জনাব মারুফ আহমেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন সমবায় বিভাগের সচিব রেজাউল আহসান, জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওবায়দুর রহমান বেলাল, মাদারগঞ্জ পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির ও মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল মনসুর। অনুষ্ঠানে সভাপত্বি করেন পল্লী উন্নয়ন একাডেমী বগুড়ার মহা পরিচালক খলিল আহমেদ।

পরে ৩১৫ জন হতদরিদ্র মানুষের মাঝে গরু বিতরণ করা হয়।

জানা যায়, পর্যায়ক্রমে কুড়িগ্রাম ও জামালপুর জেলার প্রকল্প সংশ্লিষ্ট ৮ টি উপজেলার সকল গ্রামে ২৫০০০ হাজার হতদরিদ্র সুফলভোগীকে গরু সহ গরু পালনের জন্য প্রতি মাসে ৫০০ টাকা হারে ছয় মাস মেয়াদি বৃত্তি বাংলাদেশ সরকারের ডাক বিভাগ কর্তৃক পরিচালিত "নগদ" নগদের মাধ্যমে প্রদান করা হবে। এ সময় সাবেক মূখ্য সচিব বলেন গরু পালনের ফলে প্রকল্প সংশ্লিষ্ট এলাকার দরিদ্র হ্রাস পাবে এবং প্রাণিজ আমিষের সরবরাহ বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে। এছাড়াও ৮০০০ দরিদ্র ও প্রান্তিক পরিবারের অন্তত একজন করে উপযুক্ত সদস্যকে আয়বর্ধনমূলক ও আত্মনির্ভরশীল প্রশিক্ষণ প্রদান করা হবে। তিনি আরও বলেন প্রকল্প সুফলভোগীদের উৎপাদিত পণ্য প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণ (এপিএম) কেন্দ্র স্থাপন করা হবে ফলে কৃষি পণ্যের ন্যায্য বাজার নিশ্চিত করার পাশাপাশি দেশের দারিদ্র্য বিমোচনে অগ্রণী ভূমিকা পালন করতে সহ্মম হবে।এর ফলে সরকারের ভিশন ২০২১, এসডিজি ২০৩০ এবং রূপকল্প ২০৪১ সহ ডেল্টা প্লান বাস্তবায়নে সহায়ক ভূমিকা রাখবে।

এই বিভাগের আরো খবর