বুধবার   ২৪ ডিসেম্বর ২০২৫   পৌষ ১০ ১৪৩২   ০৪ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৯৮

মাঠেই প্রাণ হারালেন সাবেক আর্সেনাল ফুটবলার বিলি ভিগার

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৫  

মাত্র ২১ বছর বয়সে পৃথিবী ছেড়ে গেলেন সাবেক আর্সেনাল ফুটবলার বিলি ভিগার। ইংল্যান্ডের ইসমিয়ান লিগে চিচেস্টার সিটির হয়ে খেলতে নেমে মাঠেই গুরুতর আহত হন তিনি। প্রতিপক্ষ উইনগেট অ্যান্ড ফিঞ্চলির বিপক্ষে ম্যাচে মাথায় মারাত্মক আঘাত পান ভিগার। এরপর তাকে হাসপাতালে নেওয়া হলেও অবস্থার অবনতি ঘটে। দীর্ঘ সময় কোমায় থাকার পর বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এ তরুণ ফরোয়ার্ড।

চিচেস্টার সিটি এক বিবৃতিতে জানিয়েছে, আঘাতের পর ভিগারের অস্ত্রোপচার করা হলেও গুরুতর ক্ষতির কারণে তাকে বাঁচানো সম্ভব হয়নি। ঘটনাটির পর ১৩ মিনিটের মাথায় ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল।

২০১৭ সালে ১৪ বছর বয়সে আর্সেনালের একাডেমিতে যোগ দেন ভিগার। ২০২২ সালে ক্লাবটির সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পর তিনি ডার্বি কাউন্টির অনূর্ধ্ব-২১ ও ইসবর্ন বোরোতে ধারে খেলেন। ২০২৪ সালের জুলাইয়ে ফ্রি ট্রান্সফারে হেস্টিংস ইউনাইটেডে যোগ দেওয়ার পর চলতি মৌসুমে চিচেস্টারে নাম লেখান তিনি।

ফুটবল ক্যারিয়ারের স্বপ্নপূরণের পথে থাকা অবস্থায় হঠাৎ চলে যাওয়া বিলি ভিগারের মৃত্যুতে শোক প্রকাশ করেছে ইংল্যান্ডের বিভিন্ন ক্লাব ও সমর্থকরা।

এই বিভাগের আরো খবর