শনিবার   ৩০ আগস্ট ২০২৫   ভাদ্র ১৫ ১৪৩২   ০৬ রবিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৫৬

মধ্যনগরে ওয়ার্ড বিএনপির পকেট কমিটি বাতিলের দাবিতে প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৫  

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ১নং বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন বিএনপির সকল ওয়ার্ড কমিটি গঠনে অনিয়ম ও আওয়ামীলীগের সদস্যদের অন্তর্ভুক্ত করার প্রতিবাদে,বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা।শুক্রবার ২৯আগস্ট বিকালে মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের ভোলাগঞ্জ বাজারে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ১নং বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক দুলাল আহমদ,সম্মানিত সদস্য মানিক মিয়া,সম্মানিত সদস্য বকুল মিয়া,যুবদল নেতা দেলোয়ার হোসেন।এছাড়াও এই প্রতিবাদ সমাবেশে বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের শতশত নেতাকর্মী অংশ নেয়।

বক্তারা বলেন বিএনপির হচ্ছে শহীদ জিয়াউর রহমানের গড়া একটি আদর্শের সংগঠন,বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের আহবায়ক কমিটি দলীয় নিয়মনীতি তোয়াক্কা না করে,তারা স্বজনপ্রীতি করে আওয়ামীলীগের লোকদের অফিসে ডেকে এনে ওয়ার্ড কমিটি দিয়েছে।এটা তাদের পকেট কমিটি এই কমিটি আমরা মানি না।অবিলম্বে এই কমিটি গুলো বাতিল করে দলীয় নিয়মনীতি মেনে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করে,কমিটি দেওয়ার দাবি জানান প্রতিবাদকারী নেতাকর্মীরা। 

এই বিভাগের আরো খবর