মঙ্গলবার   ২১ অক্টোবর ২০২৫   কার্তিক ৫ ১৪৩২   ২৮ রবিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৬৭

ভারতের বিপক্ষে খেলবেন কি লিটন?

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৫  

এশিয়া কাপের সুপার ফোরে আজ ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ফাইনালে যাওয়ার লড়াইয়ে ম্যাচটি টাইগারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগে অধিনায়ক লিটন দাসের চোট নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। সোমবার ব্যাটিং অনুশীলনের সময় তিনি পাঁজরে আঘাত পান এবং এরপর আর ব্যাট করতে পারেননি।

তবে ম্যাচের দিন তাকে স্বাভাবিক দেখা গেছে। টিম ম্যানেজমেন্টও জানিয়েছে, তার ইনজুরি গুরুতর নয়। যদিও বিষয়টি নিয়ে তারা সরাসরি কিছু বলতে চায়নি।

বাংলাদেশকে ভারতের পরদিনই পাকিস্তানের বিপক্ষে মাঠে নামতে হবে। টানা ম্যাচের চাপ সামলাতে গতকাল অনুশীলন থেকে বিরতি নেন ক্রিকেটাররা।

সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে ২ পয়েন্ট নিয়ে বাংলাদেশ বর্তমানে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। নেট রানরেট +০.১২১। পাকিস্তান সমান জয়ে এগিয়ে আছে নেট রানরেটে (+০.২২৬) আর টানা দুই জয়ে শীর্ষে ভারত, তাদের নেট রানরেট +০.৬৮৯।

ফাইনালের আশা জিইয়ে রাখতে অন্তত আর একটি ম্যাচে জয় প্রয়োজন বাংলাদেশের। লিটন দাসের নেতৃত্বে এবং অভিজ্ঞ মুস্তাফিজুর রহমানকে ঘিরে টাইগাররা জয়ের স্বপ্ন দেখছে।

এই বিভাগের আরো খবর