শুক্রবার   ০৩ অক্টোবর ২০২৫   আশ্বিন ১৮ ১৪৩২   ১০ রবিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১১

বেগুন, লাউ, চিংড়ি ছাড়াও এনসিপির অপশনে আছে আরো যেসব প্রতীক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৫  

জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) প্রতীক বাছাই করার জন্য ৫০টি প্রতীকের তালিকা পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে আগামী ৭ অক্টোবরের মধ্যে প্রতীক পছন্দ করে নির্বাচন কমিশনকে লিখিতভাবে অবহিত করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মো. রফিকুল ইসলামের সই করা চিঠিতে বলা হয়, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নামীয় দলটি নিবন্ধনের জন্য আবেদন করে, যা প্রাথমিক পর্যালোচনায় বিবেচিত হয়েছে। আবেদনপত্রে প্রতীক হিসেবে পছন্দের ক্রমানুযায়ী শাপলা, কলম ও মোবাইল উল্লেখ করা হয়, যা পরবর্তী সময়ে পরিবর্তন করে শাপলা, লাল শাপলা ও সাদা শাপলা করা হয়।


উল্লেখ্য, নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮-এর বিধি ৯(১) মোতাবেক প্রার্থিত প্রতীক শাপলা অন্তর্ভুক্ত নেই।

গণপ্রতিনিধিত্ব আদেশ ও নির্বাচন পরিচালনা বিধিমালার অধীন অনুষ্ঠিত কোনো নির্বাচনে কোনো দল কর্তৃক মনোনীত সব প্রার্থীর জন্য নির্ধারিত প্রতীক থেকে পছন্দকৃত যেকোনো একটি প্রতীক বরাদ্দ করা হবে এবং এভাবে বরাদ্দকৃত প্রতীক দলটির জন্য সংরক্ষিত থাকবে, যদি না তা পরবর্তী সময়ে নির্ধারিত প্রতীকগুলোর মধ্য থেকে অন্য কোনো প্রতীক লাভের জন্য ইচ্ছা প্রকাশ করে। এ অবস্থায়, দলের নিবন্ধনের বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮-এর বিধি ৯ (১) প্রতীকের তালিকা থেকে বরাদ্দ হয়নি, এমন একটি প্রতীক পছন্দ করে নির্বাচন কমিশনকে আগামী ৭ অক্টোবরের মধ্যে লিখিতভাবে অবহিত করার জন্য অনুরোধ করা হলো।

৫০ প্রতীকের তালিকা

নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেওয়া চিঠিতে নির্বাচন কমিশন এনসিপিকে ৫০টি প্রতীকের তালিকা দিয়েছে।


এই ৫০টি প্রতীকের মধ্যে রয়েছে আলমারি, খাট, উটপাখি, ঘুড়ি, কাপ-পিরিচ, চশমা, দালান, বেগুন, চার্জার লাইট, কম্পিউটার, জগ, জাহাজ, টিউবওয়েল, টিফিন ক্যারিয়ার, টেবিল, টেবিল ঘড়ি, টেলিফোন, ফ্রিজ, তবলা, বক, মোরগ, কলম, তরমুজ, বাঁশি, লাউ, কলস, চিংড়ি, থালা, বেঞ্চ, লিচু, দোলনা, প্রজাপতি, বেলুন, ফুটবল, ফুলের টব, মোড়া, বালতি, কলা, বৈদ্যুতিক পাখা, মগ, মাইক, ময়ূর, মোবাইল ফোন, শঙ্খ, সেলাই মেশিন, সোফা, স্যুটকেস, হরিণ, হাঁস ও হেলিকপ্টার।

এই বিভাগের আরো খবর