বৃহস্পতিবার   ০১ মে ২০২৫   বৈশাখ ১৮ ১৪৩২   ০৩ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৬৯

বৃষ্টির মধ্যেই অসহায় মানুষের পাশে নয়নতারা, ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৩  

বৃষ্টির মধ্যেই অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন ভারতের দক্ষিণী অভিনেত্রী নয়নতারা ও তার পরিচালক স্বামী ভিগনেশ। সামাজিক মাধ্যমে তাদের একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে ভিগনেশ ও নয়নতারাকে রাস্তা পার হতে দেখা যাচ্ছে। মাথায় নীল ছাতা আর হাতে একটি ব্যাগ।

ভিডিওর ক্যাপশনে লেখা, বৃষ্টিতে ভোগান্তির শিকার এই অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন লেডি সুপারস্টার নয়নতারা ও ভিগনেশ। এ তাদের মহানুভবতা।

ভিডিওটি দেখে নয়নতারাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরাও।https://twitter.com/i/status/1644553712592121856

২০১৫ সালে দক্ষিণী পরিচালক ভিগনেশের সঙ্গে সম্পর্কে জড়ান নয়নতারা। গত বছরের জুন মাসে বিয়ে করেন তারা। তারপর ৯ অক্টোবর সোশ্যাল মিডিয়ায় ভিগনেশ জানান, উইয়ার ও উলাগাম নামের দুই যমজ সন্তানের বাবা-মা হয়েছেন তিনি ও নয়নতারা। কিন্তু, বিয়ের চার মাসের মধ্যেই কীভাবে যমজ সন্তানের মা হলেন নয়নতারা? তা নিয়ে প্রশ্ন ওঠে।

এই প্রশ্নের জবাবেই হলফনামা দিয়ে নয়নতারা জানান, বছর ছ’য়েক আগেই তিনি ভিগনেশের সঙ্গে আইনি বিয়ে সেরে রেখেছিলেন। আর এক আত্মীয়ই তার যমজ সন্তানের জন্মদাত্রী মা। সারোগেসির কোনও নিয়ম ভাঙেননি বলেও জানিয়েছেন তারকা দম্পতি। সূত্র- সংবাদ প্রতিদিন

এই বিভাগের আরো খবর