শনিবার   ০৪ অক্টোবর ২০২৫   আশ্বিন ১৯ ১৪৩২   ১১ রবিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৮৮

বিয়ে করলেন দীঘির ‘নায়ক’ আসিফ ইমরোজ

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ৩১ মে ২০২১  

অনেকটা চুপিসারে বিয়ে করলেন ‘তুমি আছ তুমি নেই’ ছবিতে চিত্রনায়িকা দীঘির নায়ক আসিফ ইমরোজ। করোনা পরিস্থিতিতে পরিবারের ঘনিষ্ঠ কয়েকজনের উপস্থিতিতে গত শুক্রবার কনের বাড়ি টঙ্গীর দত্তপাড়ায় বিয়ে অনুষ্ঠিত হয়। 

কনের নাম রাফসানা আফরিন প্রত্যাশা। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে হেড অব অ্যাকাউন্টস হিসেবে কর্মরত। 

কনের বাবা টঙ্গী পৌরসভার (বর্তমান গাজীপুর সিটি করপোরেশন) ৪৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর প্রয়াত জয়নাল আবেদীন। সংস্কৃতিকর্মী হিসেবে টঙ্গীতে ব্যাপক সুনাম ছিল তার। অসংখ্য মঞ্চ ও টেলিভিশন নাটকে অভিনয় করেছেন তিনি। টঙ্গীর কাদেরিয়া মিল এলাকায় তার হাতেগড়া একটি নাট্যদল রয়েছে।

জানা গেছে, প্রত্যাশার সঙ্গে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় ইমরোজের। কিছু দিন চ্যাটিংয়ের পর সরাসরি দেখা করেন তারা। এর পর তা প্রণয়ে রূপ নেয়। পরে উভয় পরিবারের সম্মতিতে বিয়ের বন্ধনে আবদ্ধ হন এ প্রেমযুগল। 

উল্লেখ্য, আসিফ ইমরোজ ‘সুপার হিরো সুপার হিরোইন’ নামে রিয়েলিটি শোতে অংশগ্রহণের মাধ্যমে মিডিয়া জগতে প্রবেশ করেন। ওই প্রতিযোগিতায় ১ম রানার্সআপ হন ইমরোজ। 

২০১৪ সালে জাকির হোসেন রাজু পরিচালিত ‘দবির সাহেবের সংসার’ ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে ইমরোজের। 

২০১৮ সালে রায়হান মুজিব পরিচালিত ‘ময়না পাখির সংসার’ ও ড. এলা পরিচালিত ‘কাঁচা লঙ্কা’ ছবিতে অভিনয় করেন। তবে দেলোয়ার জাহান ঝন্টুর  ‘তুমি আছ তুমি নেই’ ছবি দিয়ে আলোচনায় আসেন তিনি। এতে তার নায়িকা ছিলেন প্রার্থনা ফারদিন দীঘি।  এটিই দীঘির প্রথম ছবি।

এই বিভাগের আরো খবর