মঙ্গলবার   ২১ অক্টোবর ২০২৫   কার্তিক ৫ ১৪৩২   ২৮ রবিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৫৭

বিসিবি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার করলেন তামিম ইকবাল

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১ অক্টোবর ২০২৫  

আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনে আলোচিত প্রার্থী সাবেক অধিনায়ক তামিম ইকবাল আর থাকছেন না। বুধবার (১ অক্টোবর) সকালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গিয়ে নিজের প্রার্থিতা স্বেচ্ছায় প্রত্যাহার করে নেন তিনি।

 

তামিমের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, কয়েকটি ক্লাবকে বিসিবির কাউন্সিলরশিপ না দেওয়ায় তার মধ্যে অসন্তোষ ছিল। চূড়ান্ত যাচাই-বাছাই শেষে মনোনয়ন বৈধ হলেও শেষ পর্যন্ত তিনি প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।

 

খেলোয়াড়ি জীবনের ইতি টেনে তামিম বোর্ডের মাধ্যমে ক্রিকেটে অবদান রাখতে চেয়েছিলেন। বিশেষ করে ক্রিকেট অপারেশনে সক্রিয় হওয়ার ইচ্ছা ছিল তার। তবে আপাতত সেই পথ বন্ধ হয়ে গেল। তার সরে দাঁড়ানোয় নির্বাচনে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতার চিত্রও বদলে যাবে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

 

আগামী ৬ অক্টোবর বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গঠনতন্ত্র অনুযায়ী পরিচালনা পর্ষদের ২৫ জন সদস্য নির্বাচিত হবেন তিনটি ক্যাটাগরির ভোটের মাধ্যমে— জেলা ও বিভাগ থেকে ১০ জন, ক্লাব ক্যাটাগরি থেকে ১২ জন এবং বিশ্ববিদ্যালয় ও সংস্থা ক্যাটাগরি থেকে একজন। পরবর্তীতে এই পরিচালকদের ভোটে নির্বাচিত হবেন বোর্ড সভাপতি।

 

এই বিভাগের আরো খবর