বুধবার   ১২ নভেম্বর ২০২৫   কার্তিক ২৭ ১৪৩২   ২১ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১২০

‘বিশ্বসেরা মেধাবী শিক্ষার্থী’ তালিকায় ভারতীয় বংশোদ্ভূত কিশোরী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০২৩  

‘বিশ্বের সেরা মেধাবী শিক্ষার্থী’ তালিকায় স্থান করে নিয়েছে নাতাশা পেরিয়ানয়াগাম নামে ভারতীয় বংশোদ্ভূত এক কিশোরী। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ‘জনস হপকিন্স সেন্টার ফর ট্যালেন্টেড ইয়ুথ’-এর (সিটিওয়াই) এক তালিকায় স্থান দেয়া হয়েছে তাকে।
নাতাশা এখন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ফ্লোরেন্স এম গদিনিয়ার মিডল স্কুলে পড়াশুনা করছে। জনস হপকিন্সের সিটিওয়াই তালিকাটি ৭৬টি দেশের ১৫ হাজারের বেশি শিক্ষার্থীর পরীক্ষার ফলাফলের ভিত্তিতে তৈরি করা হয়েছে।

সিটিওয়াই বিশ্বব্যাপী উজ্জ্বল শিক্ষার্থীদের চিহ্নিত করে ও তাদের প্রকৃত অ্যাকাডেমিক দক্ষতার একটি পরিষ্কার চিত্র সরবরাহ করে। যাতে শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় বেশ লাভ হয়।

এ নিয়ে দ্বিতীয়বারের মতো ওই তালিকায় জায়গা করে নিল মাত্র ১৩ বছর বয়সি নাতাশা। এর আগে ২০২১ সালে জনস হপকিন্স সেন্টার ফর ট্যালেন্টেড ইয়ুথ পরীক্ষা দেয়। ওই বছর সে ৫ম গ্রেডের শিক্ষার্থী ছিল।

২০২১ সালের ট্যালেন্ট সার্চ অনুষ্ঠানে যোগদান করা প্রতিযোগীর সংখ্যা ছিল ১৯ হাজার। প্রায় ৮৪টি দেশ থেকে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন এই অনুষ্ঠানে। ৫ম গ্রেডের শিক্ষার্থী হয়েও ওই বছর ৮ম গ্রেডের পরীক্ষায় ৯০ তম স্থান অধিকার করে নাতাশা। যা তাকে ‘বিশ্বের সবচেয়ে মেধাবী শিক্ষার্থী’র সম্মান এনে দেয়।
সিটিওয়াইয়ের চলতি বছরের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় গত সোমবার (৬ ফেব্রুয়ারি)। ফলাফল অনুযায়ী, স্কুল ও কলেজ পর্যায়ের মেধা যাচাই পরীক্ষা স্কলাস্টিক অ্যাসেসমেন্ট টেস্ট (এসএটি) ও আমেরিকান কলেজ টেস্টিং (এসিটি)-এ ব্যতিক্রমী সাফল্য দেখিয়েছে নাতাশা। ফলে তাকে দ্বিতীয়বারের মতো ‘বিশ্বসেরা মেধাবী শিক্ষার্থী’দের তালিকায় স্থান দেয়া হয়েছে।

এসএটি ও এসিটি উভয়ই মানসম্মত পরীক্ষা যা অনেক কলেজ কর্তৃপক্ষ ছাত্র-ছাত্রী ভর্তির ক্ষেত্রে বা তাদের আদৌ কলেজে ভর্তি হওয়ার যোগ্যতা আছে কি-না তা নির্ধারণ করতে ব্যবহার করে। বিভিন্ন কোম্পানি ও কর্পোরেট প্রতিষ্ঠানের পক্ষ থেকেও এ পরীক্ষার স্কোরগুলোকে মেধাভিত্তিক বৃত্তি প্রদানের জন্য ব্যবহার করা হয়।

নাতাশার বাবা-মা ভারতের দক্ষিণের রাজ্য তামিলনাড়ুর চেন্নাইয়ের বাসিন্দা। তার এ সাফল্যে তারা খুবই আনন্দিত। নাতাশার সম্পর্কে তার বাবা-মা বলেন, অবসর সময়ে নাতাশা আঁকাআঁকি করতে পছন্দ করে। এছাড়া জেআরআর টলকিন্সের উপন্যাস পড়তে ভালোবাসে সে।

এই বিভাগের আরো খবর