সোমবার   ০৩ নভেম্বর ২০২৫   কার্তিক ১৮ ১৪৩২   ১২ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৬২

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে চায় পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৫  

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য উল্লেখযোগ্য হারে বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান। এ লক্ষ্যে ট্যারিফ ও অ-ট্যারিফ বাধা কমানো, বাণিজ্য মিশন বিনিময় এবং ব্যবসায়ীদের মধ্যে সরাসরি যোগাযোগ জোরদারের প্রস্তাব দিয়েছে দেশটি।

বৃহস্পতিবার সকালে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বাণিজ্যবিষয়ক কোঅর্ডিনেটর এহসান আফজাল খান এ আগ্রহের কথা জানান। তিনি বলেন, “দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে সীমাবদ্ধতাগুলো দূর করতে হবে। বাণিজ্যিক সুবিধা বাড়ালে সম্পর্ক নতুন মাত্রা পাবে।”

বৈঠকে উভয় পক্ষ দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর উপায়, অর্থনৈতিক সহযোগিতা জোরদার এবং ব্যবসায়িক সম্পর্ক উন্নয়নের বিষয়ে অঙ্গীকার ব্যক্ত করে।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, বাংলাদেশের সিমেন্ট খাতের মূল কাঁচামাল যেমন লাইমস্টোন ও নির্মাণ কাজে ব্যবহারযোগ্য পাথর আমদানিনির্ভর। বছরে প্রায় ৫০ মিলিয়ন টন পাথর প্রয়োজন হয়, যা আমদানির ক্ষেত্রে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সহযোগিতা বাড়াতে হবে।

তিনি আরও বলেন, লেবার প্রোডাক্টিভিটি, লজিস্টিক সুবিধা, কস্ট টু ফিন্যান্স ও মার্কেট অ্যাকসেস নিশ্চিত করে সীমিত বাণিজ্য বাস্কেটকে বড় করার সুযোগ রয়েছে। এতে বাণিজ্য ঘাটতি কমবে এবং জনগণের সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান ও অতিরিক্ত সচিব (এফটিএ) আয়েশা আক্তার উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর