রোববার   ০২ নভেম্বর ২০২৫   কার্তিক ১৮ ১৪৩২   ১১ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৫৯

বাংলাদেশে কার্যক্রম বাড়াতে ইউএন-হ্যাবিট্যাটকে আহ্বান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৫  

বাংলাদেশে কার্যক্রম সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইউএন-হ্যাবিট্যাটের আন্ডার সেক্রেটারি জেনারেল ও নির্বাহী পরিচালক আনাক্লাউদিয়া রোসবাকের সঙ্গে বৈঠকে তিনি এই আহ্বান জানান।

বৈঠকে ড. ইউনূস দুর্যোগপ্রবণ এলাকায় সাশ্রয়ী ও জলবায়ু সহনশীল আবাসন গড়ে তুলতে আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, প্রতিবছর বন্যা, ঘূর্ণিঝড় ও নদীভাঙনে হাজারো ঘরবাড়ি ধ্বংস হয়। তাই দ্রুত টেকসই আবাসনের সমাধান প্রয়োজন। এ সময় তিনি উদ্ভাবনী নকশার প্রস্তাব দেন, যেমন—এমন ছাদ যা বন্যার সময় নৌকার মতো ব্যবহার করা যাবে।

প্রধান উপদেষ্টা নারীবান্ধব আবাসন নকশার গুরুত্ব উল্লেখ করে বলেন, “আমাদের এমন ডিজাইন প্রয়োজন যা নারীদের চাহিদা পূরণ করবে এবং তাদের দৈনন্দিন জীবন সহজ করবে।”

বৈঠকে রোহিঙ্গা শরণার্থীদের জন্য টেকসই আবাসন সমাধানের জরুরি প্রয়োজন নিয়েও আলোচনা হয়। এ সময় ড. ইউনূস ইউএন-হ্যাবিট্যাটকে আগামী সপ্তাহে নিউ ইয়র্কে অনুষ্ঠিতব্য রোহিঙ্গা সংকট বিষয়ক উচ্চপর্যায়ের সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান। পাশাপাশি তিনি প্রস্তাব করেন, প্রতিবছর ওয়ার্ল্ড আরবান ফোরামের মাধ্যমে জলবায়ু সহনশীল ও সাশ্রয়ী আবাসন নকশা নিয়ে বৈশ্বিক প্রতিযোগিতা আয়োজন করা হোক। রোসবাক এ প্রস্তাব ইতিবাচকভাবে গ্রহণ করেন।

রোসবাক বলেন, “বাংলাদেশ জলবায়ু সংকটের সম্মুখভাগে অবস্থান করছে। তাই দেশটিতে ইউএন-হ্যাবিট্যাটের শক্তিশালী উপস্থিতি জরুরি।” তিনি বাংলাদেশকে আসন্ন জিরো ওয়েস্ট ফোরাম (১৭–১৯ অক্টোবর, ইস্তাম্বুল) এবং আগামী ওয়ার্ল্ড আরবান ফোরাম (বাকু, আজারবাইজান)–এ অংশ নেওয়ার আমন্ত্রণ জানান।

ড. ইউনূস জাতিসংঘ মহাসচিবের জিরো ওয়েস্ট উপদেষ্টা বোর্ডের সদস্য হিসেবে টেকসই বর্জ্য ব্যবস্থাপনার ওপর জোর দেন। রোসবাক ধাপে ধাপে আবাসন উন্নয়ন, নগর পরিকল্পনা এবং মাইক্রোফিন্যান্সের ব্যবহারকে গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন আবাসন ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফি সিদ্দিকি এবং এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ।

এই বিভাগের আরো খবর