বুধবার   ০৭ মে ২০২৫   বৈশাখ ২৪ ১৪৩২   ০৯ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৩১৫

বাংলাদেশ মাতিয়ে গেলেন দুই আঙুলের যাদুকর সুরাজ নির্বাণ

বিনোদন ডেস্ক    

প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২১  

এরই ধারাবাহিকতায় বাংলাদেশের শাস্ত্রীয় সংগীত প্রসারণের উদ্দেশ্যে ভারতীয় হাইকমিশনের উদ্যোগে সুদূর দিল্লী থেকে আমন্ত্রিত অতিথি হয়ে বাংলাদেশে এসেছেন উপমহাদেশের প্রখ্যাত শিল্পী সুরাজ নির্বাণ।

সুরাজ নির্বাণের জন্ম ও বেড়ে ওঠা শিক্ষা সবকিছুই দিল্লিতে। দিল্লির শাস্ত্রীয় সংগীতের অনন্য দিকপাল প্রয়াত সুভাষ নির্বাণের ছেলে সুরাজ নির্বাণ। সুরাজ তার তবলা বাজানো, গান গাওয়া এবং সংগীত রচনার বহুমুখী দক্ষতার মাধ্যমে ভারতীয় ঐতিহ্যগত সংস্কৃতি সমৃদ্ধ করেছেন এবং প্রাচীন শিক্ষা ও ধারণাগুলোকে প্রচার করার অভিনব দৃষ্টি স্থাপন করেছেন।


সুরাজ নির্বাণ খুব অল্প বয়স থেকেই জাতীয় ও আন্তর্জাতিক পর্যায় সংগীত পরিবেশন তবলা বাদন শৈলী এবং অন্যান্য সংগীত কর্মকাণ্ডের জন্য স্বীকৃতি পেয়ে আসছেন ও বিশ্বের বিভিন্ন মঞ্চে অত্যন্ত সুনামের সঙ্গে পরিবেশন করে আসছেন। তার পরিবেশনের মধ্যে উল্লেখযোগ্য টেডেক্স এন এম আই এস- এ বক্তব্য দেওয়া, সংকট মোচন সংগীত সম্মেলন, হরিদাস সম্মেলন, হরবোলা সংগীত সম্মেলনসহ অগণিত জায়গায় সংগীত পরিবেশন করে এসেছেন।

jagonews24

এরইমধ্যে বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের উদ্যোগে আয়োজন করা হয় ‘তবলায় সংগীতসন্ধ্যা’ নামক একটি অনুষ্ঠান। যেখানে ভারতীয় রাষ্ট্রদূত শ্রী বিক্রম দরাই স্বামী, আসাদুজ্জামান নূর, ভাস্কর বন্দ্যোপাধ্যায়, লাইলি ইসলাম, ডালিয়া নওশীন, পূজা সেনগুপ্তসহ অসংখ্য কূটনীতিবিদ এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বের উপস্থিতিতে মুখরিত ছিল অনুষ্ঠানটি।

তারা সকলেই সুরাজ নির্বাণের বাদনশৈলীতে প্রশংসা করেছেন। উক্ত অনুষ্ঠানে এই শিল্পীর দুই অঙ্গুল দিয়ে তবলা বাজানোর বিশেষ পারদর্শিতা দেখিয়েছেন এমনকি তার নিজস্ব কম্পোজিশনে বিভিন্ন একক ও অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র বাদন শৈলী ছিলো। এছাড়াও তিনি দিল্লি ঘরানার বিভিন্ন দিক নিয়ে বক্তব্য প্রদান করেন।

এই বিভাগের আরো খবর