বুধবার   ২০ আগস্ট ২০২৫   ভাদ্র ৫ ১৪৩২   ২৫ সফর ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৬৪

বাংলাদেশ বেতারে বৈষম্য নিরসনের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ আগস্ট ২০২৪  

বাংলাদেশ বেতারের কর্মকর্তা, কর্মচারী, নিজস্ব শিল্পী এবং কলাকুশলীদের চাকরিতে পদোন্নতি বঞ্চনাসহ নানা বৈষম্য নিরসনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

সোমবার (১৯ আগস্ট) বেলা ১১টায় বাংলাদেশ বেতার  চট্টগ্রাম কেন্দ্রের মূল ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে কেন্দ্রের পরিচালক মো. মাহফুজুল হক বেতারের নানাবিধ সমস্যার কথা তুলে ধরে তা নিরসনে  বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আন্তরিক সহযোগিতা কামনা করেন।  

মানববন্ধনে বেতারের কর্মকর্তা, কর্মচারী, নিজস্ব শিল্পী এবং কলাকুশলীবৃন্দ বৈষম্য নিরসনে বিভিন্ন ব্যানার এবং প্ল্যাকার্ডের মাধ্যমে ব্যাচভিত্তিক পদোন্নতি, উপসচিব পদে ন্যায্যতার ভিত্তিতে পদোন্নতি এবং একীভূত বিসিএস (তথ্য) ক্যাডার বাস্তবায়ন করাসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।


এছাড়া  কর্মসূচিতে নন-ক্যাডার কর্মকর্তা ও কর্মচারীদের জন্য প্রস্তাবিত নিয়োগবিধি বাতিলপূর্বক পুনঃসংশোধন করা এবং বেতারের নিজস্ব শিল্পীদের পদ স্থায়ীকরণ ও পদোন্নতির ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
    
মানববন্ধনে কেন্দ্রের  সিনিয়র প্রকৌশলী সুব্রত কুমার দাস, আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক মোল্লা মো. আব্দুল হালিম, আঞ্চলিক প্রকৌশলী মো. আসিফুর রহমান সহ বেতারের কর্মকর্তা, কর্মচারী, নিজস্ব শিল্পী এবং কলাকুশলীরা অংশ নেন।

এই বিভাগের আরো খবর