বুধবার   ২৯ অক্টোবর ২০২৫   কার্তিক ১৪ ১৪৩২   ০৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৪

বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ বাতিল, নতুন প্রতিপক্ষ নেপাল হতে পারে

মোঃ মাহাবুবুর রহমান রাব্বি

প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৫  

আগামী ১৮ নভেম্বর ঢাকায় ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের আগে ১৩ নভেম্বর একটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশ ফুটবল দলের। প্রতিপক্ষ নির্ধারিত ছিল আফগানিস্তান। তবে বাফুফের একটি সূত্র জানিয়েছে, আফগানিস্তানের বিপক্ষে সেই ম্যাচটি আর হচ্ছে না।

 

আফগানিস্তানের ঢাকায় আসার কথা ছিল এশিয়ান কাপ বাছাইয়ের মিয়ানমারের বিপক্ষে হোম ম্যাচ খেলতে। ম্যাচটি বসুন্ধরা কিংস অ্যারেনায় আয়োজনের পরিকল্পনা ছিল। কিন্তু হঠাৎ মিয়ানমার জানায়, তারা ঢাকায় খেলতে রাজি নয় এবং আফগানিস্তানকে বিকল্প ভেন্যু খুঁজতে বলে। ফলে আফগানিস্তান ঢাকায় না আসায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচটিও বাতিল হয়েছে।

 

তবে বাফুফে এখনো ১৩ নভেম্বর একটি প্রীতি ম্যাচ আয়োজনের চেষ্টা করছে। সম্ভাব্য ভেন্যু হিসেবে রাখা হয়েছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। সংস্থাটি ইতোমধ্যে কয়েকটি দেশকে প্রস্তাব পাঠিয়েছে, যার মধ্যে নেপাল আগ্রহ দেখিয়েছে বলে জানা গেছে।

 

উল্লেখ্য, গত সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বাংলাদেশ নেপাল সফর করেছিল দুটি প্রীতি ম্যাচ খেলতে। তবে নেপালের অভ্যন্তরীণ অস্থিরতার কারণে ৯ সেপ্টেম্বরের ম্যাচটি বাতিল হয় এবং বাংলাদেশ দলকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরতে হয়। এবার সেই নেপালের বিপক্ষেই নতুন করে ম্যাচ আয়োজনের সম্ভাবনা তৈরি হয়েছে।
 

 

এই বিভাগের আরো খবর