বুধবার   ২৭ আগস্ট ২০২৫   ভাদ্র ১২ ১৪৩২   ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩০

বসুন্ধরা কিংসের নতুন কোচ আর্জেন্টিনার মারিও গোমেজ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৫  

ঘরোয়া ফুটবলে আধিপত্য ধরে রাখা বসুন্ধরা কিংস নতুন মৌসুম শুরুর আগে বড় ঘোষণা দিল। দলটির নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন আর্জেন্টাইন রবার্তো কার্লোস মারিও গোমেজ। 

৬৮ বছর বয়সী গোমেজ এর আগে মালয়েশিয়া জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার সাফল্যের ঝুলিতে আছে ২০১৫ সালে মালয়েশিয়ার জোহর দারুল তাজিমকে এএফসি কাপ জেতানো। একই মৌসুমে দলটিকে সুপার লিগ, এফএ কাপ ও চ্যারিটি শিল্ড জেতান তিনি।


মালয়েশিয়া ছাড়াও আর্জেন্টিনা, গ্রিস, ইকুয়েডর, হংকং, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার বিভিন্ন ক্লাবে প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। আর্জেন্টিনার লানুস ক্লাবে হেক্টর কুপারের সহকারী হিসেবে কোচিং শুরু করেন গোমেজ। এরপর ইউরোপে গিয়ে কুপারের সঙ্গে কাজ করেছেন মায়োর্কা, ভ্যালেন্সিয়া ও ইন্টার মিলানে। সে সময় রোনালদো, ক্রেসপো, ভিয়েরি, জানেত্তির মতো বিশ্বসেরা তারকাদের সঙ্গে কাজের অভিজ্ঞতা হয় তার।

খেলোয়াড়ী জীবনে মারিও গোমেজ ছিলেন একজন শক্তিশালী ডিফেন্ডার। আর্জেন্টিনার ফেরো কারিল ওয়েস্তে ক্লাবের হয়ে তিনি ১৯৮২ ও ১৯৮৪ সালে দেশীয় লিগ শিরোপা জিতেছিলেন।

এই বিভাগের আরো খবর