বৃহস্পতিবার   ২৫ ডিসেম্বর ২০২৫   পৌষ ১০ ১৪৩২   ০৫ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১০৯

বর্তমানে ভারতের বিশেষত্ব ভুয়া খবর: প্রধান উপদেষ্টা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৫  

বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের ওপর নিপীড়নের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তার মতে, বাংলাদেশে কোনো হিন্দু-বিরোধী সহিংসতা নেই, বরং বর্তমানে ভারতের একটি বিশেষত্ব হলো ভুয়া খবর ছড়ানো।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে জিটিও সংবাদমাধ্যমের সাংবাদিক মেহদি হাসানকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। সোমবার (২৯ সেপ্টেম্বর) সাক্ষাৎকারটি প্রকাশিত হয়।

ড. ইউনূস বলেন, “আমি বিস্মিত হয়েছিলাম, যখন জনগণ আমাকে অন্তর্বর্তী সরকারের প্রধান করার সিদ্ধান্ত নেয়। অনিচ্ছাসত্ত্বেও তা মেনে নিই। তখন আন্দোলনকারীদের উদ্দেশে বলেছিলাম—যদি আপনারা এত ত্যাগ স্বীকার করে থাকেন, তবে আমিও আমার সিদ্ধান্ত বদলাবো।”

সাক্ষাৎকারে তিনি আরও আলোচনা করেন জাতীয় নির্বাচন বিলম্বের যৌক্তিকতা, রোহিঙ্গা সংকট এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে।

উল্লেখ্য, গত বছর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়েন। এর পর নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

এই বিভাগের আরো খবর