বৃহস্পতিবার   ০১ মে ২০২৫   বৈশাখ ১৭ ১৪৩২   ০৩ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৩৭

বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে সৌরভের খোলামেলা আলোচনা

স্পোর্টস ডেস্ক:

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৪  

সৌরভ গাঙ্গুলি

সৌরভ গাঙ্গুলি

আর মাত্র কয়েকদিনের বিশ্রাম। আইপিএল এগিয়ে আসতে শুরু করলেই তারও ব্যস্ততা বাড়তে থাকবে। দিল্লি ক্যাপিটালসের মেন্টর তিনি। দলের সাফল্য নির্ভর করবে তার মস্তিষ্কের উপরেই। তবে এখনো সৌরভ গাঙ্গুলির ব্যস্ততা কমেনি একটুও।

 

এসবের ফাঁকেই বিভিন্ন বিষয়ে কথা বলেন সৌরভ। সেখানে ভারতের ভবিষ্যৎ প্রসঙ্গে তিনি বলেন, আমার কাছে সব ফরম্যাটের ক্রিকেটার হচ্ছে যশস্বী জসওয়াল। রিশাভ পান্ট যখন ফিট হয়ে আসবে তখন সেও থাকবে। হয়তো কোহলির পর সেরা ব্যাটারও হতে পারে।

 

এরপর তিনি বলেন, শ্রেয়স আইয়ার, শুভমান গিলকে আরো বেশি টেস্ট ক্রিকেটের সঙ্গে মানিয়ে নিতে হবে। ভারতীয় ক্রিকেটে অনেক প্রতিভা রয়েছে। রিঙ্কু সিংকে টি-২০ ফরম্যাটে ভাল লাগে। সূর্যকুমার যাদব রয়েছে। সময়ই বলবে কে বিরাট-রোহিতের জায়গা। এত দ্রুত হয় না। ১৬-১৭ বছর লাগে।

 

নিজের আত্মজীবনী প্রসঙ্গে সৌরভ বলেন, এখনো আত্মজীবনী লিখিনি। তবে বায়োপিকের কাজ চলছে। শুটিং শুরু হওয়ার কথা। বছরের শেষে বা পরের বছরের শুরুতে রিলিজ হতে পারে। সেটা তো আত্মজীবনীই। তবে লেখার সময় শেষ হয়ে যায়নি। আসলে সময়ই পাই না। এত কাজে ব্যস্ত।

 

ভবিষ্যতে ধারাভাষ্যে দেখা যাবে কি না এমন প্রশ্নের জবাবে ভারতের সানেক অধিনায়ক বলেন, এখন তো সময় পাই না। আগে খুব ভাল লাগত করতে। ধারাভাষ্যের সবচেয়ে বড় সমস্যা হল যাতায়াত। এখন আর এত যাতায়াত করতে চাই না।

 

তিনি যোগ করেন, আমি আইপিএলে একটা দলের সঙ্গে যুক্ত। ওদের দক্ষিণ আফ্রিকা লিগের দল এবং মেয়েদের দলটাও দেখি। প্রচুর সময় যায় তাতে। টিভিতে কাজ করি। বিজ্ঞাপনে কাজ করি। এখন স্টিল প্ল্যান্ট হচ্ছে। সময় কোথায়?

এই বিভাগের আরো খবর