সোমবার   ১২ মে ২০২৫   বৈশাখ ২৯ ১৪৩২   ১৪ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৯১

ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত :১০

নাজমুল হাসান নিরব,ফরিদপুর প্রতিনিধি:

প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৪  

ফরিদপুর-বরিশাল মহাসড়কের নগরকান্দা নামক স্থানে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে  ১০ জনের বেশী যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।

 

আজ বুধবার (৩১ জানুয়ারি) সকাল ৮টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কে উপজেলার তালমার মোড় নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

 

স্থানীয় সুত্রে জানা যায়,  ঢাকা থেকে ফরিদপুরের উদ্দেশে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস তালমা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাদারীপুরগামী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাসের চালকসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।তবে এখনও নিহতের কোন খবর পাওয়া যায়নি।


নগরকান্দা থানার ওসি মো.আমিনুর রহমান জানান,খবর পেয়ে দ্রুত ঘটনা স্থানে গিয়ে হতাহতদের উদ্ধার করা হয়েছে। এবং আহতদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

এ ঘটনায় প্রায় এক ঘণ্টা মহাসড়কে দুপাশে আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।এসময় হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশ সহযোগিতা করে। 

এই বিভাগের আরো খবর