শুক্রবার   ০২ মে ২০২৫   বৈশাখ ১৮ ১৪৩২   ০৪ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১০২

ফরাসি কাপ থেকে ছিটকে গেলো পিএসজি

 অনলাইন ডেস্ক 

প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি ২০২৩  

মার্সেয়ের বিপক্ষে হেরে ফরাসি কাপ থেকে ছিটকে গেলো পিএসজি। তাদের বিদায় করে ফরাসি কাপের কোয়ার্টার-ফাইনালে পৌঁছে গেল মার্সেই। 
বুধবার রাতে ঘরের মাঠে ২-১ গোলে জিতেছে মার্সেই।

মেসি-নেইমার থাকলেও এই ম্যাচে চোটের জন্য ছিলেন না কিলিয়ান এমবাপ্পে। ফরাসি তারকার অভাব প্রবলভাবে অনুভব করে পিএসজি।
প্রতিপক্ষের মাঠে শুরু থেকেই ধারহীন খেলে ক্রিস্তোফা গালতিয়ের শিষ্যরা। সেই সুযোগে ৩১ মিনিটে পেনাল্টি থেকে মার্সেইকে এগিয়ে নেন চিলি স্ট্রাইকার অ্যালেক্সিস সানচেজ। চেঙ্গিস আন্দারকে ডিফেন্ডার রামোস ফাউল করায় পেনাল্টি পেয়েছিল মার্সেই। 

ম্যাচের ফেরার প্রবল চেষ্টা চালিয়ে প্রথমার্ধের শেষ মুহূর্তে সফলতা পায় পিএসজি। নেইমারের কর্ণার থেকে দারুণ হেডে দলকে সমতায় ফেরান সার্জিও রামোস।  তাতে ১-১ গোলের সমতায় থেকে বিরতিতে যায় উভয় দল।

বিরতির পর রুসলান মালিনোভস্কিার গোলে আবারও ম্যাচের নিয়ন্ত্রণ নেয় মার্সেই। ডি-বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে ঠিকানা খুঁজে নেন মালিনোভস্কি। 
বাকি সময় প্রাণপণ চেষ্টা করেও গোল আদায় করতে পারেনি পিএসজি। তাতে শেষ ষোলোতেই থামতে হলো মেসি-নেইমারদের পথচলা।

এই বিভাগের আরো খবর