বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫   জ্যৈষ্ঠ ১ ১৪৩২   ১৭ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৫৩

প্রথমবার ঈশিতার সঙ্গে, উচ্ছ্বসিত খায়রুল বাসার

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ২ জুন ২০২১  

এ সময়ের যে’কজন তরুণ অভিনেতাকে নিয়ে শোবিজ ইন্ডাস্ট্রি স্বপ্ন দেখছে, দর্শকরা যাদের কাজ ভালোবেসে গ্রহণ করছে, তাদেরই একজন খায়রুল বাসার। একের পর প্রশংসিত কাজে তার অভিনয় মুগ্ধতা ছড়াচ্ছে। গেলো ঈদেই তিনি ‘চরের মাস্টার’ নামের একটি ওয়েব ফিকশনে অভিনয় করে ব্যাপক আলোচিত হয়েছেন।

এবার খায়রুল বাসার অভিনয় করলেন ‘নট আউট’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে। আর এই প্রোজেক্টে তিনি সুযোগ পেয়েছেন টিভি পর্দার নন্দিত অভিনেত্রী ঈশিতার সঙ্গে কাজ করার। চলচ্চিত্রটিতে ঈশিতার ছোট ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন খায়রুল।

‘নট আউট’ নির্মাণ করছেন জনপ্রিয় নির্মাতা মিজানুর রহমান আরিয়ান। একটি মধ্যবিত্ত পরিবারের গল্প উঠে আসবে স্বল্পদৈর্ঘ্যটিতে।

এদিকে প্রথমবারের মতো ঈশিতার সঙ্গে কাজ করে দারুণ উচ্ছ্বসিত খায়রুল বাসার। নিউজজি’র কাছে তিনি বললেন, বলা চলে শৈশব কেটেছে উনাদের কাজ দেখে। মুগ্ধতা নিয়ে উনাদের পারফর্মেন্স দেখেছি। সিনিয়র আর্টিস্টদের সাথে কাজ করা বেশ অভিজ্ঞতার এবং ভালো লাগার । ইচ্ছে তো ছিলোই, তবে আমি কখনোই ভাবিনি ঈশিতা আপুর সাথে কাজ করার সুযোগ হয়ে উঠবে। যখন আরিয়ান ভাইয়ের কাছে শুনলাম এই গল্পে উনি আছেন, এক অদ্ভুত আবেগ কাজ করছিলো! মিজানুর রহমান আরিয়ান ভাইকে ধন্যবাদ আমাকে এই কাজে যুক্ত করার জন্য।  

উল্লেখ্য, গুণী অভিনেত্রী ঈশিতাকে সর্বশেষ দেখা গেছে ‘ইতি মা’ ও ‘কেন’ শীর্ষক দুটি নাটকে। এগুলো প্রচার হয়েছিল গত বছরের জানুয়ারিতে। দেড় বছর পর তিনি ক্যামেরার সামনে ফিরেছেন।

জানা গেছে, আগামী কোরবানির ঈদ উপলক্ষে একটি বেসরকারি টিভি চ্যানেলে ‘নট আউট’ মুক্তি পাবে।

এই বিভাগের আরো খবর