বুধবার   ২৪ ডিসেম্বর ২০২৫   পৌষ ১০ ১৪৩২   ০৪ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৪১

পিছিয়ে গেল তালহার অস্ট্রেলিয়া সফর, কারণ কী

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৫  

জাতীয় দলের হয়ে ক্যারিয়ার দীর্ঘ হয়নি তালহা জুবায়েরের। ইনজুরি বাধায় অল্প সময়েই শেষ হয়ে যায় তার খেলোয়াড়ি জীবন। তবে ক্রিকেট থেকে অবসরের পর তিনি কোচিংয়ে মনোনিবেশ করেছেন এবং নিজেকে প্রমাণ করছেন প্রতিনিয়ত। ঘরোয়া ক্রিকেট কোচিংয়ের নিয়মিত মুখ এখন তালহা।

অনূর্ধ্ব-১৯, বাংলাদেশ নারী দল, এ দল কিংবা বাংলাদেশ টাইগার্স—সবখানেই কাজ করেছেন তালহা। এছাড়া বিপিএল, ডিপিএলসহ অন্যান্য লিগেও তাকে দেখা গেছে। গেল মাসে জানা গিয়েছিল, দেশের বাইরে কাজ করার সুযোগ রয়েছে তার। চলতি সেপ্টেম্বরের মাঝের সময়েই অস্ট্রেলিয়া যাওয়ার কথা ছিল।

নির্দিষ্ট করে বলা যাক, আজ (১৫ সেপ্টেম্বর) তালহার অস্ট্রেলিয়া যাত্রা হওয়ার কথা ছিল। তবে মিরপুরে লেভেল থ্রি কোচিং কোর্স আবার শুরু হওয়ায় সেখানে তালহাও কোর্স করছেন। এজন্য সপ্তাহখানেক পিছিয়ে গেল তার অস্ট্রেলিয়া সফর।

অস্ট্রেলিয়ায় গিয়ে পার্থে অবস্থান করবেন তালহা। এরপর ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ক্রিকেট এসোসিয়েশনের হয়ে কাজ করবেন। সবমিলিয়ে ১ মাস কাজ করার পরিকল্পনা রয়েছে। বিসিবি থেকে আগেই সবুজ সংকেত পেয়েছিলেন এবং বিষয়টি নিয়ে খোঁজ রাখছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

এই বিভাগের আরো খবর