বৃহস্পতিবার   ২৫ ডিসেম্বর ২০২৫   পৌষ ১০ ১৪৩২   ০৫ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৭১

পিআর দাবি ও প্রতীক জটিলতা নির্বাচনে প্রভাব ফেলবে না: ইসি আনোয়ার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৫  

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম বলেছেন, জামায়াতের পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতির দাবি এবং এনসিপির প্রতীক জটিলতা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জের শহীদ সাটু হল মিলনায়তনে “নির্বাচন প্রক্রিয়ায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায়” শীর্ষক কর্মশালার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ইসি আনোয়ারুল ইসলাম বলেন, বিদ্যমান আইন মেনেই সব কার্যক্রম পরিচালনা করছে নির্বাচন কমিশন। আইনের বাইরে গিয়ে কোনো পদক্ষেপ নেওয়া হবে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে কমিশন সম্পূর্ণ প্রস্তুত।

অতীতের ভোট কারচুপির অভিযোগ প্রসঙ্গে তিনি জানান, যেসব কর্মকর্তা অবৈধ কর্মকাণ্ডে জড়িত ছিলেন তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হবে।

তিনি আরও বলেন, অনেক পরাজিত দল নির্বাচনের পর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলে বা কারচুপির অভিযোগ আনে। তবে এখন পর্যন্ত এ ধরনের পরিস্থিতি কমিশনের দৃষ্টিতে আসেনি। পরিস্থিতি অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কর্মশালায় সভাপতিত্ব করেন রাজশাহী আঞ্চলিক নির্বাচন কমিশনার আনিছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব একেএম নেওয়াজ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক আব্দুস সামাদ, পুলিশ সুপার রেজাউল করিম ও সিবিটিইপি প্রকল্প পরিচালক মুহাম্মদ মোস্তফা হাসান।

এই বিভাগের আরো খবর