শুক্রবার   ২৬ ডিসেম্বর ২০২৫   পৌষ ১২ ১৪৩২   ০৬ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২২১

পাংশায় কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে জেলেদের মাঝে বাছুর বিতরণ

স্টাফ রিপোর্টার:

প্রকাশিত: ১ জুন ২০২৪  

ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় সুফলভোগী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে রাজবাড়ীর পাংশা উপজেলার প্রান্তিক জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।

শনিবার (১ জুন) দুপুরে পাংশা উপজেলা পরিষদ চত্বরে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে বিকল্প কর্মসংস্থানের উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ রেলপথ মন্ত্রনালয়ের মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম।

 

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের পরিচালক মোল্লা ইমদাদুল্লাহ, উপজেলার মৎস্য দপ্তরের কর্মকর্তা আবু সাইদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি  উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে ১২ জন ও হাবাসপুর ইউনিয়নে ১৪ জন প্রান্তিক জেলেদের মাঝে ১টি করে বকনা বাছুর বিতরণ করেন।

এই বিভাগের আরো খবর