সোমবার   ১২ মে ২০২৫   বৈশাখ ২৮ ১৪৩২   ১৪ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২০৮

পরীমনিকে একনজর দেখতে আদালতে বৃদ্ধ নানা

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১০ আগস্ট ২০২১  

 

মাদক মামলায় চার দিনের রিমান্ড শেষে আলোচিত চিত্রনায়িকা পরীমনি ও প্রযোজক নজরুল ইসলাম রাজসহ চারজনকে ঢাকার হাকিম আদালতে হাজির করা হয়েছে। নায়িকাকে একনজর দেখতে তার নানা শামসুল হক আদালতে অবস্থান করছেন। 

মঙ্গলবার দুপুর ১২টায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পৌঁছান শামসুল হক। 

পরীমনি, তার সহযোগী আশরাফুল ইসলাম দীপু, প্রযোজক রাজ এবং তার ব্যবস্থাপক সবুজ আলীকে মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে মালিবাগের সিআইডি কার্যালয় থেকে আদালতে নিয়ে যাওয়া হয়।

মহানগর হাকিম দেবব্রত বিশ্বাসের আদালতে তাদের রিমান্ডি শুনানি হতে পারে বলে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানিয়েছেন।

গত ৫ আগস্ট পরীমণি ও আশরাফুল ইসলাম দীপুর চার দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ। আজ চার দিনের রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করে সিআইডি। 

গত ৪ আগস্ট সন্ধ্যায় বনানীর বাসা থেকে গ্রেফতার হন অভিনেত্রী পরীমনি। গ্রেফতার হন তাদের কয়েক ঘনিষ্ঠ সহযোগীও।

এই বিভাগের আরো খবর